মনোনয়নের ব্যাপারে দলীয় নেতাদের সঙ্গে আলোচনার সুযোগ দেওয়া হয়নি: ইমরান

মত ও পথ ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : ইন্টারনেট

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করেছেন, আদালতের আদেশ সত্ত্বেও মনোনয়নের ব্যাপারে জেলে দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করার সুযোগ তাকে দেওয়া হয়নি। গত শনিবার তোশাখানা মামলায় আদালতের শুনানিতে অংশ নেওয়ার পর বিভিন্ন সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে ইমরান এসব কথা বলেন। খবর ডনের।

শনিবার তোশাখানা মামলায় আদালতে শুনানি শুরুর আগে কয়েকজন পিটিআই কর্মী এবং বিভিন্ন আসনের প্রার্থীরা ইমরানের কাছে অভিযোগ করেন, তাদের দল থেকে মনোনয়ন দেওয়া হয়নি। ইমরান তাদের বোঝান যে দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তার কোনো ভূমিকা ছিল না বললেই চলে। দলীয় নেতাদের সঙ্গে অল্প সময়ের আলোচনায় এত দ্রুত ৮৫০ জনের মতো প্রার্থীকে মনোনয়নের সিদ্ধান্ত নেওয়াটা তার জন্যও সম্ভব ছিল না।

শুনানির পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইমরান অভিযোগ করেন, নির্বাচনের আগে তার দল পিটিআইকে দুর্বল করে দিতেই ‘ব্যাট’ প্রতীকবিরোধী ব্যবস্থা নেওয়া হয়েছে।

পিটিআইয়ের গঠনতন্ত্র ও নির্বাচন কমিশনের আইন (ইসিপি) মেনে নির্বাচন হয়নি অভিযোগে গত ২২ ডিসেম্বর ইমরানের দলের ‘ব্যাট’ প্রতীক বাতিল করে ইসিপি। বিষয়টি নিয়ে পিটিআই ও ইসিপির আইনি লড়াই সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। তবে শনিবার রাতে সুপ্রিম কোর্টও জানিয়ে দিয়েছে ‘ব্যাট’ প্রতীক পাচ্ছে না ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

শেয়ার করুন