বায়ুদূষণে বিশ্বে আজ শীর্ষে আক্রা, ঢাকা ষষ্ঠ

মত ও পথ ডেস্ক

সংগৃহীত ছবি

বায়ুদূষণে আজ বিশ্বে প্রথম অবস্থানে রয়েছে পশ্চিম আফ্রিকার দেশ ঘানার রাজধানী আক্রা। পাকিস্তানের করাচি শহরের অবস্থান দ্বিতীয়। মঙ্গলবার সকাল ১০টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের বাতাসের মানসূচকে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থাটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই-বায়ুর মান সূচক) অনুযায়ী ঘানার স্কোর ৩২০, করাচির স্কোর ১৮৩।

এদিকে বায়ুদূষণে আজ ঢাকার অবস্থান ষষ্ঠ। সকাল ১০টার দিকে আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ছিল ১৬৯। এ স্কোরকে অস্বাস্থ্যকর বলে ধরা হয়। রোববার ও সোমবারও ঢাকায় বায়ু দূষণের মাত্রা ছিল দুর্যোগপূর্ণ। আইকিউএয়ারের তথ্য মতে, ঢাকার বাতাসে আজ অতিক্ষুদ্র বস্তুকণাই (পিএম ২.৫) দূষণের প্রধান উৎস। এই অতিক্ষুদ্র বস্তুকণার আজকের দূষণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের ২০ গুণের বেশি।

আইকিউএয়ার নিয়মিত দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

একিউআই স্কোর ১০০ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে স্বাস্থ্যসতর্কতাসহ জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়। এ পরিমাণে বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

শেয়ার করুন