ধানমন্ডির কেয়ারি ক্রিসেন্ট ভবন সিলগালা

নিজস্ব প্রতিবেদক

অ‌গ্নি ঝুঁ‌কির কার‌ণে ‌ধানমন্ডির কেয়ারি ক্রিসেন্ট ভবন সিলগালা ক‌রে‌ছে ঢাকা দ‌ক্ষিণ সি‌টি কর‌পো‌রেশন।

আজ সোমবার ভবনটি সিলগালা করা হয়।

জানা যায়, ১৪ তলা এ ভব‌নের দ্বিতীয়তলা পর্যন্ত মা‌র্কেট র‌য়ে‌ছে। তৃতীয় থে‌কে ১১ তলা পর্যন্ত ১৮‌টি রেস্টু‌রেন্ট র‌য়ে‌ছে। এমন কি ভবনটির নিচতলায় ব‌র্হিগমন প‌থের নকশা ভে‌ঙে আ‌রেকটি রেস্টু‌রেন্ট করে ভবন কর্তৃপক্ষ। ফলে অ‌গ্নি ঝুঁ‌কি থাকায় ভবনটি সিলগালা করে দিয়েছে দক্ষিণ সিটি করপোরেশন।

এর আগে দুপুর ১২টায় সাত মসজিদ রোডের আলোচিত গাউসিয়া টুইন পিক ভবনের রুফটপ রেস্তোরাঁ ভেঙে ফেলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। তখন রাজউকের জোন-৩ এর পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার সাংবাদিকদের জানান, ভবনটি মূলত এফ ক্যাটাগরির। এটি অফিসের জন্য রাজউক থেকে অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু এখানে অবৈধভাবে প্রায় ১২টির মতো রেস্টুরেন্ট করা হয়েছে। এগুলো সিলগালা করা হয়েছে।

রোববার (৩ মার্চ) সন্ধ্যা থেকে রাজধানীজুড়ে বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অভিযানে রেস্তোরাঁগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা আছে কি না বা যথাযথ অনুমতি রয়েছে কি না সেগুলা দেখা হয়। অভিযানে বিভিন্ন রেস্টুরেন্টে অনিয়ম থাকার কারণে মোট ২৫ জনকে আটক করা হয়।

গত ২৯ ফেব্রুয়ারি রাতে রাজধানীর বেইলি রোডে একটি রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ৪৬ জনের প্রাণহানি হয়েছে।

শেয়ার করুন