দুর্গম ২১ কেন্দ্রে ভোটের সরঞ্জাম যাবে হেলিকপ্টারে

সারাদেশ ডেস্ক

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি (২৯৯ নম্বর) আসনে ভোটকেন্দ্র রয়েছে ২০৩টি। এরমধ্যে দুর্গম এলাকায় ভোটকেন্দ্র রয়েছে ২১টি। এসব কেন্দ্রে হেলিকপ্টারে সেনাবাহিনীর সহযোগিতায় ভোটের সরঞ্জাম ও ভোটকেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তাদের পাঠানো হবে।

রাঙামাটির জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এ কে এম মামুনুর রশিদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুর্গম এলাকার ভোট কেন্দ্রগুলো হলো- বাঘাইছড়ি উপজেলার শিজক দজর বাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের নিউলংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুইচুই সরকারি প্রাথমিক বিদ্যালয়,বেটলিং সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিয়ালদাই লুই সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরকল উপজেলার আইমাছড়া ইউনিয়নের সি.এম.পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়হরিণা ইউনিয়নের শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, জুরাছড়ি উপজেলার শৈয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জুরাছড়ির মৈদং ইউনিয়নের শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফকিরাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুমদম্যা ইউনিয়নের বস্তিপাড়া ফরেস্ট ভিলেজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভূয়াতলীছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরকলক সরকারি প্রাথমিক বিদ্যালয়, বগাখালী নিম্ন মাধ্যমিক বেসরকারি বিদ্যালয়, রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের বলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারাছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়থলি ইউনিয়নের রাইমংছড়া পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়থলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রাংজাং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এ কে এম মামুনুর রশিদ জানান, আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। হেলিকপ্টারের মাধ্যমে দুর্গম এলাকাতেও সময়মতো নির্বাচনের সরঞ্জাম ও দায়িত্বরত কর্মকর্তাদের পৌঁছানো হবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে