ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার, উপস্থাপক ও সাংবাদিক হার্শা ভোগলে এ বছরের সেরা ওয়ানডে দল বেছে নিয়েছেন। বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে তিনি নিজের সেরা একাদশে রেখেছেন।
নিজের সেরা একাদশে এশিয়ার আট ক্রিকেটারকে জায়গা দিয়েছেন এ ক্রিকেট বিশেষজ্ঞ। এছাড়া ইংল্যান্ডের দুজন ও দক্ষিণ আফ্রিকার এক ক্রিকেটার রয়েছেন তার একাদশে।
তবে এ একাদশে নেই পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড কিংবা ওয়েস্ট ইন্ডিজের কোনো ক্রিকেটার। তার দলের অধিনায়ক বিরাট কোহলি।
দুই ওপেনার বেছে নিতে তাকে কোনো বেগ পেতে হয়নি। রোহিত শর্মা ও শেখর ধাওয়ান চলতি বছর ওয়ানডেতে দুর্দান্ত খেলেছেন। রোহিত ৭৩.৫৭ গড়ে ১০৩০ রান ও ধাওয়ান ৪৯.৮৩ গড়ে ৮৯৭ রান করেছেন।
ভারতের অধিনায়ক বিরাট কোহলি ছয় সেঞ্চুরিতে করেছেন ১২০০ রান। তিনে তাকেই রেখেছেন হার্শা। চার পাঁচে রয়েছে ইংল্যান্ডের দুই ক্রিকেটার জো রুট ও জস বাটলার। রুট ৫৯.১২ গড়ে ৯৪৬ রান ও বাটলার ৫১.৬১ গড়ে ৬৭১ রান করেছেন।
ছয়ে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। স্পিন অলরাউন্ডার হিসেবে হার্শার পছন্দ সাকিবকে। এ বছর ওয়ানডেতে ২১ উইকেট ও ব্যাট হাতে ৪৯৭ রান করেছেন বাঁহাতি অলরাউন্ডার। তবে হার্শা চমক দেখিয়েছেন থিসারা পেরেরাকে দলে নিয়ে। মনে রাখার মতো কোনো পারফরম্যান্স না করলেও পেস অলরাউন্ডার হিসেবে তাকে পছন্দ হার্শার।
পেস বোলিং যথেস্ট সমৃদ্ধ। জসপ্রিত বুমরাহর সঙ্গে আছেন কাগিসো রাবাদা। রাবাদা এ বছর ২৩ ও বুমরাহ ২২ উইকেট নিয়েছেন। স্পিন আক্রমণের জন্য রশিদ খান ও কুলদীপ যাদব রয়েছেন। রশিদ খান ৩.৮৯ ইকোনমি রেটে নিয়েছেন ৪৮ উইকেট আর কুলদীপ ৪.৬৪ ইকোনমি রেটে পেয়েছেন ৪৫ উইকেট।
হার্শা ভোগলের একাদশ:
রোহিত শর্মা, শেখর ধাওয়ান, বিরাট কোহলি, জো রুট, জস বাটলার, সাকিব আল হাসান, থিসারা পেরেরা, রশিদ খান, কুলদীপ যাদব, কাগিসো রাবাদা ও জসপ্রিত বুমরাহ।