চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভাড়াটে হিসেবে লড়াই করতে গিয়ে শ্রীলঙ্কার অন্তত ১৬ জন নাগরিক নিহত হয়েছেন। আজ বুধবার শ্রীলঙ্কার উপপ্রতিরক্ষামন্ত্রী প্রমিথা টেনাকুন এ তথ্য জানিয়েছেন। খবর এএফপির।
প্রমিথা টেনাকুন জানান, তার দেশের ২৮৮ জন অবসরপ্রাপ্ত সেনাসদস্য রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভাড়াটে যোদ্ধা হিসেবে অংশ নিয়েছেন। তাদের মধ্যে ১৬ জন নিহত হওয়ার বিষয়টি তারা নিশ্চিত হতে পেরেছেন। তবে এই সেনারা রাশিয়া নাকি ইউক্রেনের পক্ষ হয়ে যুদ্ধে অংশ নিয়েছেন, তা জানাননি তিনি।
তবে ক্ষমতাসীন দলের আইনপ্রণেতা গামিনি ওয়ালেবোদা গত সোমবার পার্লামেন্টে বলেন, এই ২৮৮ জনের মধ্যে অধিকাংশই রাশিয়ার পক্ষে যুদ্ধ করার জন্য নিয়োগ পেয়েছিলেন। গামিনি আরও বলেন, তার দেশের এসব নাগরিককে উচ্চ বেতন ও সরাসরি যুদ্ধে অংশ নিতে হবে না- এমন প্রতিশ্রুতি দিয়ে প্রতারিত করা হয়েছে।