পানামাকে উড়িয়ে সেমিফাইনালে কলম্বিয়া

ক্রীড়া ডেস্ক

১৯৯৪ বিশ্বকাপের কলম্বিয়া দলকে বলা হয় তাদের ইতিহাসের সেরা দল। ২০২৪ এ এসে আরেকটি স্বর্ণযুগ পার করছে কলম্বিয়া। হামেস রদ্রিগেজ, লুইস দিয়াজদের সোনালী প্রজন্মের নৈপুণ্যে ভর করে উড়ছে লস কাফেতেরোস। পানামাকে উড়িয়ে এবারের কোপা আমেরিকার সেমিফাইনালে উঠে গেছে কলম্বিয়া।

রোববার (৭ জুলাই) ভোরে স্টেটফার্ম স্টেডিয়ামে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে পানামাকে ৫-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছে কলম্বিয়া। আলাদা আলাদা পাঁচজন খেলোয়াড় এই পাঁচ গোল করেন। ইয়ান কর্দোবা অষ্টম মিনিটে গোল উৎসবের সূচনা করেন। এরপর একে একে হামেস রদ্রিগেজ, লুইস দিয়াজ, রিচার্ডি রিওস এবং মিগুয়েল বোর্হা বাকি গোলগুলো করেন।

শেয়ার করুন