অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, দিল্লির সরকারের সঙ্গে ঢাকার গত সরকারের ঘনিষ্ঠতা থাকলেও বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতিবেশী দেশটির সম্পর্কের বিষয়ে দূরত্ব রয়েছে। অন্তর্বর্তী সরকার সেই দূরত্ব ঘোচাতে কাজ করবে। মানুষ যেন ভাবে ভারত ঘনিষ্ঠ বন্ধু।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য আইন মন্ত্রণালয় থেকে বলা হলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতকে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে রোববার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে পররাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর এটিই গণমাধ্যমের সঙ্গে তার প্রথম মতবিনিময়।
মতবিনিময়ের শুরুতে ছাত্র–জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ভারতের সঙ্গে সম্পর্কের সোনালি অধ্যায় নিয়ে এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ‘এ নিয়ে আমিও বিভিন্ন সময়ে কথা বলেছি, সেটার সঙ্গে কীভাবে বিরোধ করি। আমি মনে করি, দুই সরকারের (বাংলাদেশ ও ভারত) মধ্যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এটা আমরা সবাই জানি।’
তিনি বলেন, ‘এখানে একটা কথা, মানুষের মাঝে বা মনে যে কতটুকু সোনালি অধ্যায় চলছিল, সেটা নিয়ে আমার সন্দেহ আছে। আমরা চেষ্টা করব যে সম্পর্কটা শুধু দুই দেশের মধ্যে নয়, শুধু সরকারের মধ্যে নয়; দুই দেশের সার্বিক যে অস্তিত্ব, তার মধ্যে মানুষ খুব গুরুত্বপূর্ণ।’
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মানুষ যেন ভাবে ভারত আমাদের ঘনিষ্ঠ বন্ধু, আমরা এটাই চাই। বাংলাদেশের মানুষ যেন ভাবে ভারত আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। আমরা সেদিকে সম্পর্কটাকে নিয়ে যেতে চাই এবং আমরা চাইব ভারত আমাদের সহায়তা করবে। কারও সঙ্গে খারাপ সম্পর্ক রাখতে চাই না।’
ভারতে থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য আইন মন্ত্রণালয় থেকে বলা হলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতকে চিঠি দেবে বলে জানান তৌহিদ হোসেন। তিনি বলেন, ‘শেখ হাসিনা ফিরবেন কি না, সেটা তো আমি বলতে পারব না। এটা যদি আইন মন্ত্রণালয় কখনো আমাকে বলে, তাঁকে (শেখ হাসিনা) ফিরিয়ে আনার জন্য চিঠি দেয়; আমি (ভারতকে চিঠি) দেব।’
সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, উপদেষ্টাদের যে বৈঠক হয়েছে সেখানে বলা হয়েছে, তিনি (শেখ হাসিনা) পদত্যাগ করেছেন এবং পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে আছে। এ তথ্য নিশ্চিত করা হয়েছে।