অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করল জেলা প্রশাসন

রাঙামাটি প্রতিনিধি

সাজেক ভ্রমণ
সাজেক। ফাইল ছবি

দেশের অন্যতম পর্যটন স্পট পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ও তার পাশ্ববর্তী এলাকার আইন-শৃঙ্খলা সার্বিক পরিস্থিতি এবং এইসব এলাকায় পার্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আগামী ৪ অক্টোবর ২০২৪ইং তারিখ হতে পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমনে নিরুৎসাহিত করা হলো।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর থেকে সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করছে প্রশাসন। পরে তা দুই দফায় বাড়িয়ে ৩ অক্টোবর পর্যন্ত করা হয়। এ সময়ের মধ্যে সাজেকে কোনো পর্যটক ভ্রমণ করেননি।

শেয়ার করুন