চট্টগ্রামে হেফাজতের ‘বাধার’ মুখে শোরুম উদ্বোধন করতে পারলেন না মেহজাবীন

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামে হেফাজতে ইসলামের ‘বাধার’ মুখে পড়ে শো-রুম উদ্বোধন করতে পারলেন না ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। শনিবার (২ নভেম্বর) দুপুরে রিয়াজউদ্দিন বাজারের আরএস রোডে ‘খুকি লাইফস্টাইল’ নামে একটি ব্র্যান্ড শপ উদ্বোধনের কথা ছিল মেহজাবীনের।

ওদিকে সকাল থেকেই কোনো নায়িকা দিয়ে রিয়াজউদ্দিন বাজারে শো-রুম উদ্বোধন করা যাবে না বলে হুঁশিয়ারী দেয় হেফাজতে ইসলামের মতাদর্শী একটি পক্ষ। ‘রিয়াজউদ্দিন বাজার সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহীদি জনতা’র ব্যানারে এ হুঁশিয়ারী দেওয়া হয় বলে জানিয়েছেন একাধিক ব্যবসায়ী। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

সংশ্লিষ্টরা জানান, শনিবার দুপুরে রিয়াজউদ্দিন বাজারে একটি ব্র্যান্ড শোরুম উদ্বোধনের শিডিউল নির্ধারিত ছিল। ‘খুকি লাইফস্টাইল’ শো-রুম উদ্বোধনের কথা জানিয়ে গত ২৮ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওবার্তা দিয়েছিলেন চট্টগ্রামের মেয়ে মেহজাবীন চৌধুরী। স্থানীয় ভক্ত-অনুরক্তদের ওই অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। মেহজাবিন চট্টগ্রামে পৌঁছে গেলেও সেখানে গন্ডগোলের আশঙ্কায় শো-রুম উদ্বোধন করতে রিয়াজউদ্দিন বাজারে যাননি। ফলে অভিনেত্রীকে ছাড়াই শো-রুমটির উদ্বোধন সম্পন্ন হয়েছে।

‘রিয়াজউদ্দিন বাজারের সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহীদি জনতা’র ব্যানারে হুঁশিয়ারী সম্বলিত একটি লিফলেট (ব্যানার) রিয়াজুদ্দিন বাজারের বিভিন্ন ব্যবসায়ী নিজেদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করেছিলেন। যেখানে লেখা ছিল, ‘নতুন রেলস্টেশনের বিপরীতে খুকি লাইফস্টাইল নামের একটি শো-রুমের উদ্বোধন চিত্রনায়িকা মেহজাবিন চৌধুরীকে নিয়ে উদ্বোধনের সিদ্ধান্তকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির সাধরণ সম্পাদক আবুল কালাম জানান, ‘বাধার কারণে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অনুষ্ঠানে আসতে পারেননি। ব্যবসায়ীদের একটি পক্ষ বাধা দিয়েছে বলে জানতে পেরেছি। বিস্তারিত তেমন কিছু জানিনা।’

শেয়ার করুন