বিশ্বের ১২৬টি শহরের মধ্যে আজ বায়ুদূষণের তালিকায় শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আইকিউএয়ারের বাতাসের মান সূচকে এসময় ঢাকার স্কোর ২৫৯। বায়ুর এই মানকে ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়।
বুধবার (৪ ডিসেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার বায়ুদূষণের এই তথ্য তাদের ওয়েবসাইটে হালনাগাদ করেছে। বাতাসের মান নিয়ে তৈরি করা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।
এছাড়াও ২৪১ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে মিশরের রাজধানী কায়রো। বাতাসের মা নসূচকে যা ‘খুবই অস্বাস্থ্যকর’।
অন্যদিকে, ১৮৯ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে ইরাকের রাজধানী বাগদাদ। এই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।
ঢাকার বায়ুদূষণ থেকে বাঁচতে আইকিউএয়ার যে পরামর্শ দিয়েছে, তার মধ্যে আছে ঘরের বাইরে গেলে সংবেদনশীল গোষ্ঠীর মানুষদের মাস্ক পরতে হবে। এ ছাড়া ঘরের বাইরে ব্যায়াম না করারও পরামর্শ দেওয়া হয়েছে।