বহুল আলোচিত ‘পু্ষ্পা ২’ ছবিকে ঘিরে ভারতে সব যায়গায় যখন উৎসবের মেজাজ, তখন হায়দরাবাদের এক পরিবারের জীবনে নেমে এসেছে বিষাদ। আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ার চলাকালীন এক নারী পদপিষ্ট হয়ে মারা গেছেন। তার ৯ বছরের ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
হায়দরাবাদের আরটিসি ক্রসরোডসের চিক্কদপল্লীর সন্ধ্যা থিয়েটারে রাত সাড়ে ৯টায় ‘পুষ্পা ২ : দ্য রুল’ ছবির প্রিমিয়ার ছিল। ‘পুষ্পা ২’ দেখতে ৩৫ বছরের রেবতী নামের এক নারী তার ৯ বছরের ছেলেকে নিয়ে এসেছিলেন। এই থিয়েটারেই পদদলিত হয়ে মারা যান ওই নারী।
এদিন রাত সাড়ে ১০টা নাগাদ হঠাৎই আল্লু অর্জুন এবং সংগীত পরিচালক দেবী শ্রী প্রসাদ প্রেক্ষাগৃহে এসেছিলেন। তাদের আসার খবর দুই ঘণ্টা আগপর্যন্তও জানত না পুলিশ। তাই অল্প সময়ের মধ্যে পুলিশ যথোপযুক্ত ব্যবস্থা নিতে পারেনি। আল্লুকে একঝলক দেখার জন্য ভিড়ে ঠাসা প্রেক্ষাগৃহের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। আর তারই মধ্যে পড়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারান ওই নারী।
চিক্কদপল্লী পুলিশ স্টেশনের এসিপি এল রমেশ কুমার রাও জানিয়েছেন যে ওই রাতে প্রেক্ষাগৃহে এতটাই ভিড় ছিল যে শ্বাসপ্রশ্বাস নেওয়া যাচ্ছিল না। তিনি বলেছেন, এদিনের রাতের শোতে দমবন্ধ করা পরিস্থিতি ছিল। ভিড়ে পদদলিত হওয়ার পর রেবতীকে ‘কার্ডিওপালমোনারি রিসাসিটেশন’ (সিপিআর) দেওয়া হয়েছিল। পরে তাকে বিধা নগরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ওই নারীকে মৃত বলে ঘোষণা করা হয়।
ভিড় নিয়ন্ত্রণ করতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়েছে বলে জানা গেছে। সিনেমা হলের মালিকের বিরুদ্ধে মামলাও হয়েছে।