সিরিজ বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা

মত ও পথ ডেস্ক

বাংলাদেশ নারী ক্রিকেট দল। ফাইল ছবি

আয়ারল্যান্ডের বিপক্ষে নারী টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি হেরেছে বাংলাদেশ। এবার ঘুরে দাঁড়ানোর পালা। সেই লক্ষ্যে শনিবার (৭ ডিসেম্বর) আইরিশদের বিপক্ষে ২য় টি-টোয়েন্টিতে মাঠে নামবে টাইগ্রেসরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।

গতকাল ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করে পেসার জাহানারা আলম বলেন, ‘দলের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রয়েছে। ব্যাটিং লাইনআপে ইতিবাচক কিছু পাওয়া গেছে। চারজন ব্যাটার ভালো স্কোর করেছে, যা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। ইনশাআল্লাহ আমরা সিরিজে ফিরতে পারব।’

ওয়ানডে সিরিজে মিরপুরে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ (৩-০) করার পর সেই ছন্দ টি-টোয়েন্টিতেও ধরে রাখতে চেয়েছিল বাংলাদেশ। তবে সিলেটে প্রথম ম্যাচে একের পর এক সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হওয়ার কারণে ম্যাচটি তাদের হাতছাড়া হয়ে গেছে।

আয়ারল্যান্ড প্রথমে ব্যাটিংয়ে নেমে রেকর্ড ৫ উইকেটে ১৬৯ রান করেছিল। জবাবে উদ্বোধনী জুটিতে রেকর্ড ১০৩ রান স্কোরকার্ডে যোগ করেছিলেন দিলারা আক্তার ও সোবহানা মোস্তারি; যা টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং জুটি ও প্রথম শতরানের জুটি। বেশ কয়েকটি ক্যাচ ও রান আউটের সুযোগ মিস করেছেন আইরিশ ফিল্ডাররা। তারপরও সুযোগ পেয়েও এই দুই ওপেনারের কেউই ফিফটি করতে পারেননি। এ ছাড়া জয়ের জন্য শেষ ১২ বলে ১৮ রান দরকার থাকলেও সে সমীকরণ মেলাতে পারেনি বাংলাদেশ।

সিরিজে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয় পেতেই হবে বাংলাদেশকে। প্রথম ম্যাচের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর জন্য উন্মুখ নিগার সুলতানা জ্যোতির দল।

শেয়ার করুন