জ্ঞানীর মুখে মেরে পেরেক
দেশ চালাচ্ছে অসুর,
মিথ্যা তার মূল হাতিয়ার
সত্যতে নেই জোর!
কথায় কথায় আইন শেখায়
নিজের বেলায় নেই প্রয়োগ,
সিন্ডিকেটে কাটছে জনপকেট
এ কেমন সংস্কার যুগ?!
ভিন্নমতে হত্যা মামলা
জি হুজুরে কাটে বেশ,
সুদ-ঘুষে সবই মিলে
এ কোন বাংলাদেশ?!
বিচারের নামে চলে ড্রামা
নেই কোথাও ন্যায়বিচার,
অপরাধী সব মুক্ত-স্বাধীন
মজলুমের জন্যই কারাগার!
তারিখ: ১৫/১২/২০২৪