অর্থপাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি ইউনিপে টু ইউ’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুনতাসির হোসেন ইমনসহ (৩৭) ছয়জনকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের দুই হাজার ৭০২ কোটি ৪১ লাখ ১১ হাজার ৭৮৪ টাকাও অর্থদণ্ড দেয়া হয়েছে।
মামলার অপর আসামিরা হলেন— ইউনিপে টু ইউ’র বাংলাদেশের চেয়ারম্যান ও ইউনিল্যান্ডের পরিচালক শহীদুজ্জামান, নির্বাহী পরিচালক মাসুদুর রহমান, জিএম এম জামসেদ রহমান, উপদেষ্টা মঞ্জুর এহসান চৌধুরী এবং ইউনিল্যান্ড লি. এর পরিচালক এইচ এম আরশাদ উল্লাহ। আসামিদের মধ্যে এমডি মুনতাসির হোসেন ইমন কারাগারে আছেন। বাকিরা পলাতক।
অভিযোগ সূত্রে জানা যায়, অবৈধভাবে প্রায় সাড়ে ১৩শ’ কোটি টাকা পাচারের অভিযোগে ২০১১ সালের ২৫ জানুয়ারি শাহবাগ থানায় দুদকের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তদন্ত কর্মকর্তা ওই বছরের ২২ জুন আদালতে চার্জশিট দাখিল করেন। ২০১৫ সালের ৬ জুলাই অভিযোগ গঠনের মধ্যে দিয়ে আসামিদের বিচার শুরুর আদেশ দেয় বিচারক। রাষ্ট্রপক্ষে ২৭ জন সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্য শুনে আদালত বুধবার ছয় আসমিকে দোষী সাব্যস্ত করে সাজার রায় দিল।