‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে নারীর মৃত্যু, দুই কোটি রুপি সাহায্যের ঘোষণা

বিনোদন ডেস্ক

হায়দরাবাদে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে পদপিষ্টের ঘটনায় আক্রান্তের পরিবারকে ২ কোটি রুপি আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন অভিনেতা আল্লু অর্জুন ও ছবির নির্মাতারা। ২৫ ডিসেম্বর (বুধবার) হায়দরাবাদের কেআইএমএস হাসপাতালে আহত শিশুটিকে দেখতে গিয়ে এমনটাই জানিয়েছেন অভিনেতার বাবা আল্লু অরবিন্দ। খবর এনডিটিভির

বুধবার শিশুটির পরিবারকে এক কোটি রুপি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আল্লুর পরিবার। এ ছাড়া ছবির নির্মাতা সুকুমার দেবেন ৫০ লাখ রুপি, প্রযোজনা সংস্থা দেবে আরও ৫০ লাখ। সব মিলিয়ে মোট দুই কোটি রুপি দেওয়া হবে আক্রান্তের পরিবারকে। আইনি কারণে শিশুটির পরিবারের সঙ্গে সরাসরি দেখা করতে পারছেন না আল্লু। তাই পরিবারের হাতে ওই টাকা তুলে দেবেন তেলেঙ্গানা ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশনের চেয়ারপারসন দিল রাজু।

গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটার প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ারে দুর্ঘটনাটি ঘটে। অভিনেতা আল্লু প্রেক্ষাগৃহে উপস্থিত হতেই উপচে পড়ে ভিড়। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৫ বছর বয়সী রেবতীর। তাঁর ৯ বছরের সন্তান সাই তেজও গুরুতর জখম হয়। ২১ দিন ধরে সে হাসপাতালে চিকিৎসাধীন। এত দিন কোমায় থাকার পর মঙ্গলবার রাতে জ্ঞান ফিরেছে তেজের। তার বাবা ভাস্কর মাগুদামপল্লি পাশে থাকার জন্য তেলেঙ্গানা সরকার ও আল্লু অর্জুনকে ধন্যবাদ জানিয়েছেন।

ঘটনার পরেই গ্রেপ্তার হন অভিনেতা। যদিও পরদিনই তাঁকে অন্তর্বর্তী জামিন দেন তেলেঙ্গানা হাইকোর্ট। বর্তমানে জামিনে মুক্ত হলেও মঙ্গলবার ফের পুলিশি জেরার মুখে পড়তে হয়েছে আল্লুকে। থানায় ডেকে প্রায় ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তবে শিশুটির বাবা জানিয়েছেন, ঘটনার পরদিন থেকেই তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছেন আল্লু। ছেলের চিকিৎসার যাবতীয় ব্যয় বহনেরও প্রতিশ্রুতি দিয়েছেন। সোমবারও হাসপাতালে তেজকে দেখতে এসে তাঁদের হাতে ৫০ লাখ রুপির চেক তুলে দেন ‘পুষ্পা ২’ ছবির প্রযোজক নবীন ইয়েরনেনি। তা ছাড়া আগেই আক্রান্তের পরিবারকে ২৫ লাখ রুপি আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন আল্লু। এবার সেই ক্ষতিপূরণের অঙ্ক বাড়িয়ে এক কোটি রুপি করে দিল অভিনেতার পরিবার।

শেয়ার করুন