দেশে সংস্কারের নামে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নূরুল ইসলাম মনি। তিনি বলেন, আমলাদের দিয়ে দেশ সংস্কার করলে তা জনকল্যাণমুখী হবে না। জনকল্যাণমুখী ও টেকসই সংস্কারের জন্য নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে দেশ সংস্কার করতে হবে।
বুধবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার চত্বরে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে তিনি ১৪৩০ বান্ডিল টিন ও ৫ হাজার নগদ অর্থ বিতরণ করেন।
এ ছাড়া এদিন বিকেল ৪টায় ব্যক্তিগত তহবিল থেকে কে এম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দুস্থ ও অসহায়দের মাঝে ২৫০০ কম্বল বিতরণ করেন নূরুল ইসলাম মনি।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সংস্কারের নামে নানা ধরনের খেলা চলছে। কিন্তু কী খেলা হচ্ছে, তা জানি না। তবে যে খেলাই হচ্ছে না কেন, তা বাংলাদেশের বিরুদ্ধে হচ্ছে, পক্ষে না।
সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার করার দরকার ততটুকু সংস্কার করে চলতি বছরের জুনের মধ্যে নির্বাচনের দাবি করেন তিনি।
বিতরণ কার্যক্রমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাথরঘাটা শাখার আমির হাফেজ মাওলানা মাসুদুল আলম, ইসলামী আন্দোলন পাথরঘাটা শাখার সভাপতি মো. সোহাগ বাদশাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির সভাপতিত্ব করেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান।
উল্লেখ্য, নূরুল ইসলাম মনি ফাউন্ডেশনের উদ্যোগে পাথরঘাটার বিভিন্ন স্থানে নিজস্ব অর্থায়নে কম্বল বিতরণ করবেন। এলাকার গরিব-দুঃখী মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।