ভারতের নয়াদিল্লিতে চলমান প্রথম খো খো বিশ্বকাপে ছেলে ও মেয়ে দুই বিভাগেই কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ শুক্রবার সেমিফাইনালে ওঠার লড়াই। পুরুষ বিভাগের সেমিফাইনালে উঠার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল এবং নারী বিভাগে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
পুরুষ বিভাগে গ্রুপ পর্বে বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলংকাকে, দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রকে, তৃতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ও চতুর্থ ম্যাচে পোল্যান্ডকে হারিয়েছে। নারী বিভাগে গ্রুপ পর্বে বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলংকাকে, দ্বিতীয় ম্যাচে জার্মানিকে, তৃতীয় ম্যাচে ভুটানকে হারিয়ে শেষ ম্যাচে হেরেছে নেপালের কাছে।
পুরুষ বিভাগে ২০ ও নারী বিভাগে ১৯ টি দেশ অংশ নিচ্ছে খো খো’র প্রথম বিশ্বকাপে। ১৯ জানুয়ারি দুই বিভাগের ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে এই বিশ্বকাপ।
এর আগে এশিয়া কাপ খো খো‘তে ভারত চারবারই চ্যাম্পিয়ন হয়েছে, তিনবার রানার্সআপ বাংলাদেশ। প্রথম বিশ্বকাপেও বাংলাদেশের পক্ষে সেরা চারে থাকা কঠিন মনে হয়নি। নারী দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠলে ভারতের বদলে ইরানকে পেত। তাতে বাংলাদেশের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা নিশ্চিতভাবেই বেশি থাকত।