বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) ৫৯ মহানন্দা ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। এ নিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকও হয়েছে। তারা এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে।
তিনি বলেন, ৫৯ বিজিবির ব্যাটালিয়নের অধীনস্থ কিরণগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৭/৩-এনের কাছে ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় শূন্য লাইনে ভারতীয় নাগরিকরা বাংলাদেশি নাগরিকদের আম গাছের ডাল কেটে দেয়। গাছ কাটা কেন্দ্র করে বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের মধ্যে হাতাহাতি হয়। হাতাহাতির একপর্যায়ে আনুমানিক ৩০০-৪০০ জন ভারতীয় নাগরিক ও ৩০০০-৪০০০ বাংলাদেশি নাগরিক সীমান্তে শূন্য লাইনে জড় হন।
একপর্য়ায়ে ভারত সীমান্তের নাগরিকরা উত্তেজিত হয়ে বাংলাদেশের বাসিন্দাদের লক্ষ্য করে হাতবোমা, ককটেল ও তীর ধনুক নিক্ষেপসহ বিভিন্নভাবে হামলা করে। এতে একজন বিজিবি সদস্য ও ২৫-৩০ জন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। বাংলাদেশিরাও এদিক থেকে ইট-পাটকেল দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে এই সংঘর্ষ। এর মধ্যেই সাত-আটটি ককটেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিএসএফ।
এমন পরিস্থিতিতে ৫৯ মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক, উপ-অধিনায়ক ও সহকারী পরিচালক তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত বাংলাদেশি নাগরিকদের বোঝানোর ফলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরে বিকেল ৪টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। পতাকা বৈঠকে সহকারী পরিচালক, ৫৯ বিজিবি ও বিএসএফের তিনজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পতাকা বৈঠকে বিএসএফ কমান্ড্যান্ট বর্ণিত অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে দুঃখ প্রকাশ করেন বিএসএফ বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। যেকোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।