রাজধানী ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলার সমালোচনা করেছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের স্বাধীনতা কয়েকজন বুলডোজার দিয়ে ভেঙে ফেলবে এই শক্তি তাদের হয়নি। তারা একটি দালান ভেঙে ফেলতে পারবে, কিন্তু ইতিহাস মুছতে পারবে না।
গত পাঁচই অগাস্ট আন্দোলনের মুখে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে সেখানেই অবস্থান করছেন শেখ হাসিনা। সেখান থেকেই বুধবার অনলাইনে বক্তব্য রাখেন তিনি। বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে তার বক্তব্য সরাসরি প্রচার করা হয়।
৩২ নম্বরের বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিব ও বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের স্মৃতির কথা উল্লেখ করে তিনি বলেন, ওই বাড়িটাকে কেন ভেঙে ফেলা হচ্ছে? কারা ভাঙে, দেশের মানুষের কাছে বিচার চাই।
বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের ছয় মাস পূর্ণ হলো বুধবার।
আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্ট দিয়ে বলা হয়, রাত ৯টায় এক লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে ছাত্রদের উদ্দেশে কথা বলবেন শেখ হাসিনা।
এরপর ওই একই সময়ে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িকে কেন্দ্র করে কর্মসূচির কথা জানা যায় কয়েকটি ফেসবুক আইডি থেকে।
এছাড়া বুধবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে লিখেছেন, আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিল কর্মসূচি দিয়ে প্রচারণাও চালানো হয় বিভিন্ন আইডি থেকে।
শেখ হাসিনার বক্তৃতা শুরুর আগেই ধানমণ্ডি ৩২ নম্বর সড়কের ঐ বাড়িতে হামলা করে বৈষম্যবিরোধী ও শিবির কর্মীরা। তারা বাড়িটির দরজা, জানালা, গেট ইত্যাদির কাঠামো খুলে নেয়। সেখানে থাকা শেখ মুজিবের একটি ম্যুরালও ভাঙচুর করে। অগ্নিসংযোগও করতেও দেখা যায় স্থানীয় গণমাধ্যমে।
‘বঙ্গবন্ধু জাদুঘর’ হিসেবে ব্যবহৃত হয়ে আসা বাড়িটিতে গত পাঁচই অগাস্ট শেখ হাসিনার সরকারের পতনের পরপরই হামলার শিকার হয়। সেদিনও সেখানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা।