রাজধানী ঢাকার সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় এ সংঘর্ষ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলছে।
ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য অবস্থান করছেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তবে ঠিক কী কারণে এ সংঘর্ষের সূত্রপাত, তা জানা যায়নি।