যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষজ্ঞদের মতে, তার এই নতুন বাণিজ্যনীতিতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে কানাডার ওপর।
গত রোববার (৯ ফেব্রুয়ারি) ফ্লোরিডার মার-আ-লাগো রিসোর্ট থেকে নিউ অরলিন্সে সুপার বোলে যাওয়ার পথে সাংবাদিকদের কাছে এই পরিকল্পনার কথা জানান ট্রাম্প। তিনি আরও বলেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রের আমদানির ওপর শুল্ক আরোপ করে, তাদের জন্য পাল্টা শুল্ক বসানো হবে। তবে তিনি নির্দিষ্ট করে কোনো দেশের নাম উল্লেখ করেননি বা কোনো ছাড় থাকবে কি না, সে বিষয়ে কিছু জানাননি।
ট্রাম্প বলেন, যদি তারা আমাদের ওপর শুল্ক আরোপ করে, তবে আমরাও তাদের ওপর শুল্ক আরোপ করব।
কানাডা ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের অন্যতম বড় ইস্পাত বাণিজ্য অংশীদার। পাশাপাশি, কানাডা দেশটির সবচেয়ে বড় অ্যালুমিনিয়াম সরবরাহকারীও বটে।
এর আগে, ট্রাম্প তার প্রথম মেয়াদে কানাডা, মেক্সিকো এবং ইউরোপীয় ইউনিয়নের ওপর যথাক্রমে ২৫ শতাংশ ইস্পাত ও ১০ শতাংশ অ্যালুমিনিয়াম আমদানি শুল্ক বসিয়েছিলেন। পরে কানাডা ও মেক্সিকোর সঙ্গে চুক্তির মাধ্যমে এই শুল্ক প্রত্যাহার করা হলেও ইউরোপীয় ইউনিয়নের ওপর শুল্ক ২০২১ সাল পর্যন্ত বহাল ছিল।
সোমবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে প্রবেশ করা যে কোনো ইস্পাতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ হবে।
এ ঘোষণার পর কানাডার অন্টারিও প্রদেশের প্রধান ডগ ফোর্ড ট্রাম্পের সমালোচনা করে বলেন, তিনি বাণিজ্যের নীতিগুলো ক্রমাগত পরিবর্তন করছেন, যা আমাদের অর্থনীতির জন্য হুমকি।
কানাডার বেশিরভাগ ইস্পাত উৎপাদন কারখানাই অন্টারিওতে অবস্থিত।
এদিকে, ট্রাম্পের ঘোষণার ফলে দক্ষিণ কোরিয়ার ইস্পাত ও গাড়িনির্মাতা কোম্পানিগুলোর শেয়ারে পতন ঘটেছে। দেশটি যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান ইস্পাত রপ্তানিকারক।
ট্রাম্পের শুল্ক ঘোষণার পর দক্ষিণ কোরীয় ইস্পাত কোম্পানি পসকো হোল্ডিংসের শেয়ারের দর ৩ দশমিক ৬ শতাংশ এবং হুন্দাই স্টিলের শেয়ারের দর ২ দশমিক ৯ শতাংশ কমে গেছে। এছাড়া গাড়িনির্মাতা কিয়া করপোরেশনের শেয়ারেও ৩ দশমিক ৬ শতাংশ পতন ঘটেছে।
চীনের সঙ্গে শুল্কযুদ্ধের নতুন ধাপ
চলতি মাসের শুরুর দিকে ট্রাম্প কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন। তবে উভয় দেশের নেতাদের সঙ্গে আলোচনার পর সেটি ৩০ দিনের জন্য স্থগিত করেন।
তিনি আরও জানান, চীন থেকে আমদানি করা সব পণ্যের ওপর ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক বসানো হয়েছে, যার পাল্টা জবাব হিসেবে বেইজিংও সোমবার থেকে নতুন শুল্ক কার্যকর করেছে।
ট্রাম্প বলেছেন, আগামী মঙ্গলবার বা বুধবার আমরা আরও পাল্টা শুল্ক ঘোষণা করব, যা ঘোষণা দেওয়ার পরপরই কার্যকর হবে।
সূত্র: বিবিসি