আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে কারা ম্যাচ পরিচালনা করবেন, সেই তালিকা আগেই প্রকাশ করেছিল আইসিসি। এবার জানা গেল কোন ম্যাচে কারা থাকছেন। টুর্নামেন্টটির গ্রুপ লিগে সবচেয়ে বড় ম্যাচ ভারত-পাকিস্তান লড়াই। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর হাই-ভোল্টেজ ম্যাচটিতে অভিজ্ঞ আম্পায়ারদেরই বেছে নিলো আইসিসি।
আইসিসি সেরা আম্পায়ারের হাতেই থাকছে ভারত-পাকিস্তানের ব্যাটন। ক’দিন আগেই ২০২৪ সালের সেরা আম্পায়ারের পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ। এ নিয়ে টানা ৩ বছর ও সার্বিকভাবে চারবার আইসিসির বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার জেতেন তিনি। এমন সেরা আম্পায়ারকেই ভারত-পাক ম্যাচে মাঠে নামাচ্ছে আইসিসি। দুবাইয়ের উত্তেজনাপূর্ণ ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ইলিংওর্থ।
রিচার্ড ইলিংওর্থের সঙ্গে এই ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন অস্ট্রেলিয়ার পল রেইফেল। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক অভিজ্ঞ আম্পায়ার পল। ভারত-পাক ম্যাচে তৃতীয় আম্পায়ারের ভূমিকা পালন করবেন ইংল্যান্ডের মাইকেল গফ। দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টক চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন। আইসিসি ম্যাচ রেফারির দায়িত্ব তুলে দিয়েছে অস্ট্রেলিয়ার ডেভিড বুনের হাতে।
অর্থাৎ, পাঁচ ম্যাচ অফিসিয়ালের মধ্যে ২ জন হলেন ইংল্যান্ডের এবং ২ জন অস্ট্রেলিয়ার। দক্ষিণ আফ্রিকার আম্পায়ার রয়েছেন ১ জন। ভারত কিছুটা স্বস্তি পেতে পারে এই ভেবে যে, পাকিস্তান ম্যাচে আম্পায়ার হিসেবে থাকছেন না রিচার্ড কেটেলবোরো। কেননা ভারতের কাছে বরাবর ‘অপয়া’ হিসেবে দেখা দিয়েছেন তিনি। বহু গুরুত্বপূর্ণ ম্যাচে আম্পায়ারিং করেছেন তিনি। কেটেলবরো আম্পায়ারিং করলে বেশিরভাগ বড় ম্যাচে পরাজিত হয় ভারতীয় দল, এমন ধারণা তৈরি হয়েছে দেশটির ক্রিকেটপ্রেমীদের মনে।
২০২৩ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও অন-ফিল্ড আম্পায়ারের ভূমিকায় ছিলেন কেটেলবোরো। যদিও সেই ম্যাচে আম্পায়ারিং করেন রিচার্ড ইলিংওর্থ। ভারত শেষমেশ বিশ্বকাপ ফাইনাল হেরে বসে অস্ট্রেলিয়ার কাছে। উল্লেখ্য, আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলা হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাকিস্তান গ্রুপ লিগের ম্যাচটি।