বেলিংহামের লাল কার্ডে জয়হীন রিয়াল মাদ্রিদ

মত ও পথ ডেস্ক

সংগৃহীত ছবি

লা লিগায় টানা তিন ম্যাচ জয়বঞ্চিত থাকল রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে ওসাসুনার মাঠে ১-১ গোলে ড্র করেছে কার্লো আনচেলত্তির দল। ম্যাচের প্রথমার্ধেই গোল করে রিয়ালকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে, তবে বিরতির আগেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় জুড বেলিংহামকে। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে ওসাসুনা, আর শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগিতে মানিয়ে নিতে হয় লস ব্লাঙ্কোসদের।

শুরুর তিন মিনিটেই গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেন ভিনিসিয়ুস জুনিয়র। এরপর ১০ মিনিটে এমবাপ্পের শট ঠেকিয়ে দেন ওসাসুনার গোলরক্ষক, তবে ১৫ মিনিটে আর সুযোগ হাতছাড়া করেননি ফরাসি ফরোয়ার্ড। দলকে এগিয়ে দেন দুর্দান্ত এক গোলে।

তবে প্রথমার্ধের শেষ দিকে রিয়ালের জন্য দুঃসংবাদ নিয়ে আসে বেলিংহামের লাল কার্ড। রেফারির সঙ্গে বিতর্কে জড়ানোয় সরাসরি মাঠ ছাড়তে হয় ইংলিশ তারকাকে।

দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে ৫২ মিনিটে সফল পেনাল্টি কিকে ওসাসুনাকে সমতায় ফেরান বুদিমির। এরপর রিয়াল একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। ফলে টানা তৃতীয় ম্যাচে জয়শূন্য থাকতে হলো আনচেলত্তির দলকে।

শেয়ার করুন