আর মাত্র কয়েকঘণ্টা। ১৯ ফেব্রুয়ারি বিকাল ৩টায় পাকিস্তানের করাচিতে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ১৯৯৬ সালের পর এই প্রথম কোনো আইসিসির টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে দেশটিতে। আবার ২০১৭ সালের পর অনুষ্ঠিত হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। ২০২৩ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের সেরা আটটি দল অংশ নিচ্ছে এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে।
টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ড খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি এবারের এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। বাকি আটটি দলকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে। ‘এ’ গ্রুপে রয়েছে- বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং আফগানিস্তান।
চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা হবে মোট চারটি ভেন্যুতে। পাকিস্তানের করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডি ও আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দুবাইতে অনুষ্ঠিত হবে শুধুমাত্র ভারতের ম্যাচগুলো। ভারত যদি সেমিফাইনাল এবং ফাইনালে ওঠে, তাহলে ওই দুটি ম্যাচও অনুষ্ঠিত হবে দুবাইতে। অন্যথা, নকআউটের ম্যাচগুলো হবে পাকিস্তানে।
দেখুন চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণাঙ্গ সূচি
ম্যাচ নং | তারিখ | ম্যাচ | গ্রুপ | সময় | ভেন্যু |
১ | ১৯ ফেব্রুয়ারি | পাকিস্তান-নিউজিল্যান্ড | এ | বিকাল ৩টা | করাচি |
২ | ২০ ফেব্রুয়ারি | বাংলাদেশ-ভারত | এ | বিকাল ৩টা | দুবাই |
৩ | ২১ ফেব্রুয়ারি | আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা | বি | বিকাল ৩টা | করাচি |
৪ | ২২ ফেব্রুয়ারি | অস্ট্রেলিয়া-ইংল্যান্ড | বি | বিকাল ৩টা | লাহোর |
৫ | ২৩ ফেব্রুয়ারি | ভারত-পাকিস্তান | এ | বিকাল ৩টা | দুবাই |
৬ | ২৪ ফেব্রুয়ারি | বাংলাদেশ-নিউজিল্যান্ড | এ | বিকাল ৩টা | রাওয়ালপিন্ডি |
৭ | ২৫ ফেব্রুয়ারি | অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা | বি | বিকাল ৩টা | রাওয়ালপিন্ডি |
৮ | ২৬ ফেব্রুয়ারি | আফগানিস্তান-ইংল্যান্ড | বি | বিকাল ৩টা | লাহোর |
৯ | ২৭ ফেব্রুয়ারি | পাকিস্তান-বাংলাদেশ | এ | বিকাল ৩টা | রাওয়ালপিন্ডি |
১০ | ২৮ ফেব্রুয়ারি | আফগানিস্তান-অস্ট্রেলিয়া | বি | বিকাল ৩টা | লাহোর |
১১ | ০১ মার্চ | ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা | বি | বিকাল ৩টা | করাচি |
১২ | ০২ মার্চ | ভারত-নিউজিল্যান্ড | এ | বিকাল ৩টা | দুবাই |
সেমিফাইনাল | |||||
১৩ | ০৪ মার্চ | বিকাল ৩টা | |||
১৪ | ০৫ মার্চ | বিকাল ৩টা | |||
ফাইনাল | |||||
১৫ | ০৯ মার্চ | বিকাল ৩টা |
বি:দ্র: সময়সূচি বাংলাদেশ সময় অনুযায়ী।