‘প্রশাসন ক্যাডার কর্তৃক বৈষম্যমূলকভাবে সাময়িক বরখাস্তের প্রতিবাদ ও আন্তক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে’ আজ রোববার পূর্ণদিবস কর্মবিরতি পালন করছে বিসিএসের ২৫টি ক্যাডার কর্মকর্তাদের সংগঠন আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদ।
কর্মবিরতির অংশ হিসেবে বিভিন্ন দপ্তরের সামনে কালো ব্যাজ পরে কর্মকর্তাদের অবস্থান নিতে দেখা গেছে। এর ফলে দপ্তরগুলোর স্বাভাবিক কাজ ব্যাহত হচ্ছে।
আজ সকাল সাড়ে ১১টার দিকে রাজধানী ঢাকার খামারবাড়িতে প্রাণিসম্পদ অধিদপ্তর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ক্যাডারদের অবস্থান নিতে দেখা যায়।
সেসময় প্রাণিসম্পদ অধিদপ্তরের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা এ কে এম বাহারুল ইসলাম তালুকদার বলেন, ক্যাডার বৈষম্য নিরসন, সকল ক্যাডারের সমতা ও ক্যাডার যার মন্ত্রণালয় তার- এই তিন দাবিতে আমরা যখন নিয়মতান্ত্রিক আন্দোলন করে যাচ্ছি, তখন আমাদের অনেক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে, যার প্রতিবাদে আজ আমরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করছি।
তিনি বলেন, এটা কোনো সরকারবিরোধী আন্দোলন নয়। এটা আমাদের অধিকার আদায়ের আন্দোলন।
প্রাণিসম্পদ অধিদপ্তরের আরেক কর্মকর্তা ডা. সৈয়দা আয়েশা সুলতানা বলেন, আমরা তিনটি দাবি নিয়ে অনেকদিন ধরেই আন্দোলন করছি। এ কারণে সম্প্রতি আমাদের ২৫তম ক্যাডারের কয়েকজন কর্মকর্তাকে অযৌক্তিকভাবে বরখাস্ত করা হয়েছে। আমাদের আজকের কর্মবিরতির কর্মসূচি মূলত সেই বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবিতে। সরকার যেন আমাদের দিকে নজর দেয়।