অবসর ঘোষণা : মিরপুরে গার্ড অব অনার পেলেন মুশফিক

মত ও পথ ডেস্ক

মিরপুরে গার্ড অব অনার পেলেন মুশফিক
মিরপুরে গার্ড অব অনার পেলেন মুশফিক। সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘ সময় ধরে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করেছেন মুশফিকুর রহিম। একে একে দেশের ক্রিকেটে পার করেছেন ২০ বছরেরও বেশি সময়। জাতীয় দলে অনেকের ক্যারিয়ারের শুরু থেকে শেষটাও দেখেছেন মুশফিকুর রহিম। এবারে নিজের ক্যারিয়ারেও শেষের শুরু। টি-টোয়েন্টির পর ওয়ানডে থেকেও সরে গেলেন।

গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে ওয়ানডে ক্যারিয়ার শেষের ঘোষণা দেন মুশফিকুর রহিম। এরপর থেকেই সাবেক এবং বর্তমান সতীর্থদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন এই উইকেটকিপার ব্যাটার।

এদিকে, চলছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসর। মুশফিক চলতি আসরে খেলছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। আজ (বৃহস্পতিবার) তার দলের খেলা শুরুর আগে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে মোহামেডানের সতীর্থদের পক্ষ হতে তাকে গার্ড অব অনার দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজের মতো তারকা ক্রিকেটাররাও।

বাংলাদেশের জার্সিতে ১৮ বছর ২০২ দিন ছিলেন ওয়ানডে ফরম্যাটের অংশ হয়ে। বিদায় নিয়েছেন দলের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার খেলোয়াড় হিসেবে। আর আন্তর্জাতিক অঙ্গনে তার এই ক্যারিয়ার ৮ম দীর্ঘতম। তার চেয়ে লম্বা ক্যারিয়ার আছে শচীন টেন্ডুলকার, জাভেদ মিয়াঁদাদ, সনৎ জয়াসুরিয়া, অরবিন্দ ডি সিলভা, ক্রিস গেইল, শন উইলিয়ামস এবং শোয়েব মালিকের।

উইকেটরক্ষক মুশফিকের নামের পাশে আছে ২৯৭টি ডিসমিসাল। ওয়ানডের ইতিহাসে তার চেয়ে বেশি ডিসমিসাল আছে আর মোটে ৪ জনের। অ্যাডাম গিলক্রিস্ট, কুমার সাঙ্গাকারা, মার্ক বাউচার এবং মহেন্দ্র সিং ধোনি আছেন তার ওপরে। মাত্র ৫ম উইকেটরক্ষক হিসেবে ৩০০ ডিসমিসাল থেকে অল্প দূরেই ছিলেন বাংলাদেশি এই উইকেটরক্ষক।

আরও দুই জায়গায় মুশফিকের নামটা থাকছে ৫ম স্থানে। উইকেটরক্ষক হিসেবে সবচেয়ে বেশি ক্যাচ এবং সবচেয়ে বেশি স্ট্যাম্পিং দুই জায়গাতেই মুশফিকের অবস্থান সারা বিশ্বে ৫ম স্থানে।

ওয়ানডেতে এক মাঠে সবচেয়ে বেশি রানের দিক থেকে মুশফিকের অবস্থান দুইয়ে। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ওয়ানডেতে করেছেন ২ হাজার ৬৮৪ রান। এই তালিকায় শীর্ষে আছে তামিম ইকবাল। মিরপুরেই যার রান ২ হাজার ৮৯৭।

২০০৬ সালের ডিসেম্বরে হারারে থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি- গত ১৯ বছরে সব মিলিয়ে ২৭৪টি ওয়ানডে খেলেছেন মুশফিকুর রহিম। ৩৬.৪২ গড়ে এবং ৭৯.৭০ স্ট্রাইক রেটে রান করেছেন ৭৭৭৯৫টি। সেঞ্চুরি করেছেন ৯টি এবং হাফ সেঞ্চুরি রয়েছে ৪৯টি।

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটাই হয়ে রইলো মুশফিকের শেষ ওয়ানডে ম্যাচ। যদিও ম্যাচটি মাঠে গড়ায়নি। সে হিসেবে একই ভেন্যুতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটিই তার শেষ ম্যাচ।

শেয়ার করুন