যশোরে মাঠে কাজ করতে গিয়ে হামলার শিকার ৫ ভাই

যশোর প্রতিনিধি

হামলা চালিয়ে একই পরিবারের পাঁচ ভাইকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ মার্চ) সকালে যশোরের শার্শার রুদ্রপুর হাড়িপোল পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কুতুব আলী (৫৫), কিতাব আলী (৪৮), হানিফ আলী (৪০), আইয়ুব আলী (৩৫) ও টিংকু আলী (৩২)। এদের মধ্যে আইয়ুব আলীর অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের স্বজনরা জানান, সকালে ৫ ভাই মাঠে কাজ করতে গেলে পরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে দুর্বৃত্তরা তাদের ওপরে হামলা করে। লাঠির আঘাতে আইয়ুব আলীর ডান হাতের কবজিসহ ৩ জায়গা ভেঙে গেছে।

আহত কিতাব আলী জানান, কোনো কারণ ছাড়াই দুর্বৃত্তরা তাদের ৫ ভাইয়ের ওপর হামলা করে মারপিট করেছে। তাদের একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, এ বিষয়ে তার কিছু জানা নেই। থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন