নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গ্রামীণের বৃহস্পতি যেন তুঙ্গে। সরকারের কাছে চাহিবামাত্র যাবতীয় সুবিধা পেয়ে যাচ্ছে ‘গ্রামীণ’ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। একই ধরনের সুবিধা পেতে দেশের অন্য প্রতিষ্ঠানগুলোকে যখন বছরের পর বছর অপেক্ষা করতে হচ্ছে, তখন ইউনূসের ঘনিষ্ঠজনদের কাজ হয়ে যাচ্ছে অবিশ্বাস্য দ্রুততায়।
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর গ্রামীণ টেলিকমের ৬৬৬ কোটি টাকা জরিমানা মওকুফ হয়েছে, গ্রামীণ ইউনিভার্সিটি অনুমোদন পেয়েছে, ডিজিটাল ওয়ালেট সেবার জন্য পিএসপি লাইসেন্স পেয়েছে গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠান সমাধান সার্ভিসেস লিমিটেড। ২০২৯ সাল পর্যন্ত ৫ বছরের কর অব্যাহতি দেওয়া হয়েছে গ্রামীণ ব্যাংককে। প্রাতিষ্ঠানিক সুবিধা নেওয়ার বাইরে অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা এবং নিজের আত্মীয়কে বসিয়েছেন মুহাম্মদ ইউনূস।
অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পেয়ে সারা বিশ্বের কাছে বিশেষ পরিচিতি অর্জন করেন। তিনি গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্রঋণ চালু করে আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি পান। এ খ্যাতিকে কাজে লাগিয়ে মুহাম্মদ ইউনূস নানা খাতে গ্রামীণের ব্যবসা সম্প্রসারণ করেন। গ্রামীণ নাম দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান শুরু করেন। এ ধারাবাহিকতা এখনো অব্যাহত আছে।
পিএসপি লাইসেন্স পাচ্ছে গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠান
বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানায়, বিকাশ বা নগদের মতো ডিজিটাল ওয়ালেট সেবা চালু করতে যাচ্ছে ইউনূস সম্পৃক্ত প্রতিষ্ঠান সমাধান সার্ভিসেস লিমিটেড। গ্রামীণ টেলিকমের একটি প্রতিষ্ঠান হলো সমাধান সার্ভিসেস লিমিটেড। ইউনূস প্রধান উপদেষ্টা হওয়ার পরে বাংলাদেশ ব্যাংক গত বছরের ২৯ সেপ্টেম্বর সমাধান সার্ভিসেস লিমিটেডকে ডিজিটাল ওয়ালেট চালুর জন্য পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) লাইসেন্স এর জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে।
সমাধান সার্ভিসেসের পরিচালনা পর্ষদে নয় সদস্য আছেন। তারা সবাই গ্রামীণ টেলিকমের মনোনীত। সমাধান সার্ভিসেসের চেয়ারম্যান হয়েছেন এম শাহজাহান। তিনি গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক। ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন মো. আশরাফুল হাসান। তিনি গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান। ইউনূসের ঘনিষ্ঠজন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম সমাধান সার্ভিসেসের পরিচালক হিসেবে আছেন। তিনি গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যান।
একাধিক সূত্র জানায়, রবি, বাংলালিংক, দারাজ, চালডালের মতো একাধিক প্রতিষ্ঠানের পিএসপি লাইসেন্স পাওয়ার আবেদন দীর্ঘদিন ফাইলবন্দি হয়ে আছে। কিন্তু মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হওয়ার পর তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পিএসপি লাইসেন্স রাতারাতি আলোর মুখ দেখেছে।
গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস নামে জনশক্তি রপ্তানির লাইসেন্স
জনশক্তি রপ্তানির সনদ পেয়েছে মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস লিমিটেড। গত জানুয়ারিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে লাইসেন্স নেয় প্রতিষ্ঠানটি। এরপর চলতি মার্চ মাসে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) সদস্যপদ পেয়েছে। বায়রার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটির রিক্রুটিং লাইসেন্স (আরএল) নম্বর ২৮০৬।
ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ শিক্ষার ব্যবস্থাপনা পরিচালক কাজী নজরুল হক গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস লিমিটেডেরও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইউনূসের নতুন এ প্রতিষ্ঠানের ঠিকানা রাজধানীর মিরপুর-১ এর চিড়িয়াখানা রোডের ৫৩/এ বক্সনগরের টেলকম ভবনে।
গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন
সম্প্রতি গ্রামীণ ইউনিভার্সিটি নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ইউনূসের ঘনিষ্ঠজনেরা এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করতে যাচ্ছেন। রাজধানীর ঢাকার তুরাগের দিয়াবাড়ী দক্ষিণ এলাকায় এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠায় অর্থায়ন করতে যাচ্ছে মুহাম্মদ ইউনূস ট্রাস্ট। গ্রামীণ ট্রাস্টের বর্তমান চেয়ারম্যান মো. আশরাফুল হাসানকে গ্রামীণ ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য হিসেবে ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এদের মধ্যে মুহাম্মদ ইউনূসের ছোটো ভাই মুহাম্মদ ইব্রাহিম এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী লামিয়া মোর্শেদও রয়েছেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি বিশ্ববিদ্যালয়-১) মোছা. রোখছানা বেগম গণমাধ্যমকে বলেন, ‘২২টি শর্তে গ্রামীণ ইউনিভার্সিটি স্থাপন ও পরিচালনার জন্য সাময়িক অনুমোদন দিয়ে বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. আশরাফুল হাসানকে চিঠি পাঠানো হয়েছে।’
গ্রামীণ ব্যাংককে ৫ বছরের আয়কর অব্যাহতি
গত বছরের অক্টোবরে গ্রামীণ ব্যাংকের যাবতীয় আয়ের কর অব্যাহতি দেয় সরকার। আয়কর আইন, ২০২৩ এর আওতায় জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক সরকারি গেজেটে প্রজ্ঞাপন (এস আর ও নং ৩৩৯-আইন/আয়কর-৪৭/২০২৪, তারিখ ০৯ অক্টোবর ২০২৪) দ্বারা ৩১ ডিসেম্বর ২০২৯ তারিখ পর্যন্ত গ্রামীণ ব্যাংক কর্তৃক অর্জিত সব আয়কে শর্তসাপেক্ষে কর অব্যাহতি প্রদান করা হয়েছে। এর ফলে হাজার কোটি টাকার বেশি কর মওকুফ পাবে গ্রামীণ ব্যাংক।
গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা মওকুফ
গত বছরের আগস্টে মুহাম্মদ ইউনূস সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা জরিমানা মওকুফ করে আদালত। মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ৬৬৬ কোটি টাকা পাওনা ছিল। আদালতে দীর্ঘ আইনি লড়াইয়ে হেরে জরিমানার একটি অংশ শোধও করেছিলেন মুহাম্মদ ইউনূস।
ইউনূসের ঘনিষ্ঠজনেরা পেয়েছেন সরকারের গুরুত্বপূর্ণ পদ
মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পরে সরকারের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন ঘনিষ্ঠজনদের। সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা করা হয়েছে নূরজাহান বেগমকে। ১৯৭৬ সালে যখন গ্রামীণ ব্যাংকের প্রকল্প শুরু হয় তখন নূরজাহান বেগম ছিলেন ইউনূসের প্রথমসারির সহযোগী। তিনি গ্রামীণ ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রথম প্রিন্সিপাল ছিলেন। নূরজাহান বেগম ২০১০ সালে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান নিযুক্ত হন। এর আগে তিনি প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি গ্রামীণ শিক্ষার ব্যবস্থাপনা পরিচালক।
লামিয়া মোর্শেদকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সিনিয়র সচিব পদমর্যাদায় এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী হিসেবে নিযুক্ত করেছেন ইউনূস। লামিয়া হলেন ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক এবং গ্রামীণ হেলথকেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক। তিনি গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাব, গ্রামীণ ইন্টেল এবং গ্রামীণ ইউনিক্লোসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য। আলবেনিয়ার ইউনূস সামাজিক ব্যবসার সঙ্গেও জড়িত লামিয়া। ১৯৯৪ সাল থেকে গ্রামীণ ট্রাস্টে যুক্ত আছেন লামিয়া।
নিজের ভাইয়ের ছেলে অপূর্ব জাহাঙ্গীরকে গত বছরের ১৩ আগস্ট উপপ্রেস সচিব পদে নিয়োগ দেন মুহাম্মদ ইউনূস। গণমাধ্যম সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাহীন ভাতিজাকে শুধুমাত্র সম্পর্কের খাতিরেই প্রেস উইংয়ের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।