দেশে চালের দাম স্বাভাবিক রাখতে হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে চাল আমদানি। প্রতিদিন ৩০-৫০ ট্রাক চাল আমদানি হলেও বৃহস্পতিবার একদিনেই ১৬১ ট্রাকে সাত হাজার মেট্রিক টন চাল আমদানি হয়েছে। সবমিলিয়ে এক সপ্তাহে হিলি বন্দরে ২০ হাজার মেট্রিক টন চাল আমদানি হয়েছে।
বন্দর সূত্রে জানা গেছে, গত শনিবার ভারতীয় ৯৩ ট্রাকে ৩৯ মেট্রিক টন, রোববার ৬৮ ট্রাকে ২৯১৪, সোমবার ৭০ ট্রাকে ২৯০০, মঙ্গলবার ৮৪ ট্রাক ৩৬১৭ এবং বৃহস্পতিবার ১৬১ ট্রাকে ৭০ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে।
হিলি বাজারে চাল ব্যবসায়ী কুলো প্রধান জানান, দেশের বাজারে চালের দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে আমদানি করা হচ্ছে। ফলে চলতি সপ্তাহে চালের দাম বাড়েনি।
তিনি আরও বলেন, আগামী কয়েকদিন বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ থাকায় বৃহস্পতিবার চাল আমদানি বেড়েছে। ঈদের পরই সুনামগঞ্জের হাওড় এলাকায় নতুন ধান উঠতে শুরু করবে। ফলে আর দাম বাড়ার সম্ভাবনা নেই।
চাল আমদানিকারক দীনেশ পোদ্দার জানান, আমদানির আগে দেশর বাজারে চালের দাম লাগামহীন ছিল। আমদানির ফলে বাজার স্বাভাবিক আছে। বর্তমানে চাল আমদানি আগের থেকে বেশি হচ্ছে।
ঊর্ধমূখী চালের বাজার নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দেয় সরকার। সেই সঙ্গে প্রত্যাহার করা হয় আমদানি শুল্ক। এরপর গত ১১ নভেম্বর থেকে হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয় ভারত থেকে চাল আমদানি। প্রথম দিকে কিছুটা কম থাকলেও এখন প্রতিদিন ৫০ থেকে ১৬১ ট্রাক চাল আমদানি হচ্ছে। হিলি দিয়ে বাঁশমতি ও নন বাঁশমতি দুই ধরনের চাল আমদানি হয়।