ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি শিল্পী নিহত

মত ও পথ ডেস্ক

দীনা খালেদ জাউরুব। সংগৃহীত ছবি

ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিসের পশ্চিমে স্যান্ড বিচ রিসোর্টের কাছে একটি তাবুতে দখলদার ইসরায়েলি বিমান হামলায় ২২ বছর বয়সী দীনা খালেদ জাউরুব নামে এক ফিলিস্তিনি শিল্পী নিহত হয়েছেন।

কুদস নিউজ নেটওয়ার্কের বরাত দিয়ে মিডল ইস্ট আই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী এখনও এই হামলা সম্পর্কে কোনো মন্তব্য করেনি।

প্রতিবেদনে বলা হয়, দীনা গাজায় ইসরায়েলের যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের প্রতিকৃতি আঁকার জন্য পরিচিত ছিলেন। ২০১৫ সালে সশস্ত্র সংঘাতে শিশু অধিকারের ওপর সেরা চিত্রকর্মের জন্য তিনি ‘আল মেজান সেন্টার ফর হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড’ পেয়েছিলেন।

দীনার শিল্পকর্ম ফিলিস্তিনিদের সংগ্রাম ও দখলদার ইসরায়েলিদের হামলার বিষয়গুলো বিশ্ববাসীর কাছে তুলে ধরেছিল। তার মৃত্যু ফিলিস্তিনি সংস্কৃতি ও শিল্পাঙ্গনে এক অপূরণীয় ক্ষতি বলে মনে করা হচ্ছে।

হামলার সময় দীনার পরিবারের অন্যান্য সদস্যদের অবস্থাও অজানা রয়ে গেছে। গাজায় চলমান যুদ্ধে ইতোমধ্যে হাজারো বেসামরিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে অনেকেই শিল্পী, সাংবাদিক ও চিকিৎসকসহ পেশাজীবী ব্যক্তিত্ব।

শেয়ার করুন