জম্মু-কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুক হামলায় নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসীদের বন্দুক হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও অনেকে। আহতদের সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পেহেলগামের বাইসারান ভ্যালিতে এ হামলার ঘটনা ঘটে, যা পাহাড়ের চূড়ায় অবস্থিত। সেখানে একটি রিসোর্টের কাছে হামলার পর অনেকের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। ওই স্থানে পায়ে হেঁটে অথবা ঘোড়ার চড়ে পৌঁছানো যায়। বন্দুকধারী ছদ্মবেশে সেখানে আগে থেকেই ওঁৎ পেতে ছিল বলে ধারণা করা হচ্ছে এবং এটি একটি পরিকল্পিত হামলা হতে পারে।

বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, ভারী অস্ত্রেসস্ত্রে সজ্জিত অস্ত্রধারীরা পাহাড়ের ওপরের তৃণভূমির গাছপালা আড়াল থেকে বেরিয়ে আসে। তারা ৪০ জনের একটি পর্যটক দলকে ঘিরে ফেলে। এরপর এলোপাতাড়ি গুলি শুরু করে।

বন্দুক হামলার পরই সৌদি আরবে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ঘটনাস্থল পরিদর্শন ও যাবতীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। মোদির নির্দেশ পাওয়ার পরই শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেন অমিত শাহ।

এরআগে অমিত শাহ তার দিল্লির বাসভবনে ভারতের গোয়েন্দা ব্যুরো প্রধান তপন ডেকা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহনের সঙ্গে বৈঠক করছেন। বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিআরপিএফ প্রধান জ্ঞানেন্দ্র প্রতাপ সিং, জম্মু ও কাশ্মীরের পুলিশ প্রধান নালিন প্রভাতণ্ডসহ সেনাবাহিনীর একাধিক অফিসার উপস্থিত ছিলেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবুল্লাহ এবং লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।

মনোজ সিনহা বলেন, ‘সন্ত্রাসীদের নিষ্ক্রিয় করার জন্য একটি সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করা হয়েছে। অপরাধীদের তাদের জঘন্য কাজের জন্য চরম মূল্য দিতে হবে।’

এনডিটিভি জানায়, নিহতদের মধ্যে কর্ণাটকের শিবমোগা জেলার একজন রিয়েল এস্টেট ব্যবসায়ীও ছিলেন, যাকে তার স্ত্রী ও ছেলের সামনে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম মুঞ্জুনাথ রাও (৪৭)। তিনি স্ত্রী পল্লবী ও ছেলে অভিজয়কে নিয়ে জম্মু-কাশ্মিরে ঘুরতে গিয়েছিলেন।

নিহত ব্যবসায়ীর স্ত্রী পল্লবী ফোনে কর্ণাটকের স্থানীয় একটি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমাদের চোখের সামনে আমার স্বামীকে সন্ত্রাসীরা হত্যা করেছে। আমি তাদের আমাকেও হত্যা করতে বলেছিলাম। কিন্তু তারা আমাকে জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমাকে বাঁচিয়ে রাখা হবে।’

এদিকে ব্যবসায়ীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া তথ্য সংগ্রহের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন।

উল্লেখ্য, বন, স্ফটিক-স্বচ্ছ হ্রদ এবং বিস্তৃত তৃণভূমির জন্য পরিচিত পাহেলগাম একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং প্রতি গ্রীষ্মে হাজার হাজার পর্যটক সেখানে বেড়াতে যান।

এছাড়াও চলতি বছরের অমরনাথ যাত্রার জন্য নিবন্ধন শুরু হওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে। আগামী ৩ জুলাই থেকে ৩৮ দিনের এই তীর্থযাত্রা দুটি রুট দিয়ে শুরু হবে- এরমধ্যে অনন্তনাগ জেলার ৪৮ কিলোমিটার দীর্ঘ পাহালগাম রুটও রয়েছে।

শেয়ার করুন