ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণে ৪ জন নিহত, আহত ৫ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসের শহীদ রাজাই বন্দরে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আরও পাচঁ শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্টীয় গণমাধ্যম।

রাজধানী তেহরান থেকে ১ হাজারের বেশি কিলোমিটার দূরে অবস্থিত বন্দরটি ইরানের সবচেয়ে আধুনিক সামুদ্রিক বন্দর। যা হোরমোজগানের প্রাদেশিক রাজধানী বন্দর আব্বাস থেকে ২৩ কিলোমিটার পূর্বে এবং হরমুজ প্রণালীর উত্তর দিকে অবস্থিত।

জরুরি পরিষেবার একজন মুখপাত্রের বরাতে দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, এখন পর্যন্ত ৫১৬ জন আহত হয়েছেন এবং তাদের প্রদেশের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

প্রতিবেদনের আরও বলা হয়, বিস্ফোরণটি সিনা কন্টেইনার ইয়ার্ডে ঘটে, যা বন্দর ও সমুদ্র সংস্থার সঙ্গে সম্পর্কিত। বিস্ফোরণের ফলে আশপাশের বিভিন্ন ভবনের জানালার কাঁচ ভেঙে যায় এবং সেখানকার একটি ভবনের ছাদও ধসে পড়ে।

ইরানের শুল্ক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণ ঘটেছে।

হরমোজগান প্রদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান বলেছেন, বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি, তদন্ত চলছে। জরুরি উদ্ধারকারী দলগুলোকে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

এদিকে সামজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণস্থল থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী এবং আগুনের গোলা কয়েক হাজার ফুট ওপরে উঠে গেছে।

অন্যান্য ভিডিওতে বন্দরের আশেপাশের ভবন এবং যানবাহনের ক্ষতি দেখা গেছে। এছাড়াও বেশ কয়েকজনকে আহতদের সেবা করতে এবং সম্পত্তির ক্ষয়ক্ষতি পরীক্ষা করতে দেখা গেছে।

প্রসঙ্গত, শহীদ রাজাই বন্দর মূলত কন্টেইনার পরিবহন পরিচালনা করে এবং তেলের ট্যাঙ্ক এবং অন্যান্য পেট্রোকেমিক্যাল সুবিধাও রয়েছে।

২০২০ সালের মে মাসে, ইসরায়েলের বিরুদ্ধে একই বন্দরে একটি বড় সাইবার আক্রমণ চালানোর অভিযোগ করেছিল ইরান, যার ফলে বন্দরের কম্পিউটার সিস্টেম বিধ্বস্ত হওয়ার পর কয়েকদিন ধরে পরিবহন বিশৃঙ্খলা দেখা দেয়।

শেয়ার করুন