২০০৭ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে দায়ের করা দুর্নীতির মামলা বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন।
আজ রোববার (১৮ মে) আবেদনটি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চের কার্যতালিকায় ছিল।
আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান। তিনি জানান, আজ মামলাটি কার্যতালিকায় ছিল। আদালত পূর্ণাঙ্গ বেঞ্চে ১৫ জুলাই এ আবেদনের ওপর শুনানির জন্য দিন ধার্য রেখেছেন।
এর আগে ১৯৯৬-১৯৯৭ সালে শিকলবাহা, হরিপুর ও খুলনায় বার্জমান্টেড নির্মাণে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদকের তৎকালীন উপ-পরিচালক এম এম শাব্বির হাসান তেজগাঁও থানায় মামলা করেন।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি শেখ হাসিনা, সাবেক বিদ্যুত জ্বালানি সচিব তৌফিক ইলাহী চৌধুরী, বিদ্যুত উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নুরুদ্দীন মাহমুদ কামাল, সামিটের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আজিজ খান, পরিচালক মুহাম্মদ ফরিদ খান, ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা ও পরিচালক আবুল কালাম আজাদকে আসামি করা হয়।
পরে তদন্ত শেষে ২০০৮ সালে ১০ জানুয়ারি অভিযোগপত্র দেওয়া হয়। পরে শেখ হাসিনার আবেদনে বিচারপতি শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর হাইকোর্ট বেঞ্চ ২০১০ সালের ১৩ এপ্রিল মামলাটি বাতিল করেন।
ওই রায়ের বিরুদ্ধে চলতি বছরের ৫ মার্চ লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে দুর্নীতি দমন কমিশন। এ আবেদনে মোট ৫ হাজার ৪৫২ দিন বিলম্ব হয়েছে। আবেদনে সেটি মার্জনা চাওয়া হয়েছে।
এরপর আবেদনটি চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। ১৭ মার্চ চেম্বার আদালত শুনানির জন্য ১৮ মে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান।