শারজায় দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টসে হেরেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাত তাদের ব্যাটিংয়ে পাঠিয়েছে। বিস্ময়করভাবে আগের ম্যাচের সেরা পারফর্মার পারভেজ হোসেন ইমনকে বাদ দেওয়া হয়েছে। দলে ঢুকেছেন নাজমুল হোসেন শান্ত। আইপিএল খেলতে ভারতে গেছেন মোস্তাফিজুর রহমান। তার জায়গায় এসেছেন শরিফুল ইসলাম।
সংযুক্ত আরব আমিরাত একাদশ: মুহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আরিয়ানশ শর্মা (উইকেটরক্ষক), আলিশান শরাফু, রাহুল চোপড়া, আসিফ খান, ধ্রুব পরাশর, মুহাম্মদ জোহাইব, হায়দার আলী, মুহাম্মদ জাওয়াদুল্লাহ, মতিউল্লাহ খান, সাগির খান।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজীদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলী (উইকেটরক্ষক), শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, তানভীর ইসলাম, নাহিদ রানা।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। আজ সোমবার জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে। দুই ম্যাচের সিরিজ হতে পারে তিন ম্যাচের। যদিও এই ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। তৃতীয় ম্যাচটি হোক বা না হোক, আজ জিতে গেলে সিরিজ জয় নিয়ে আর কোন সংশয় থাকবে না। তবে আরও একটি ম্যাচের আগে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ নিয়ে দুশ্চিন্তা রয়েই যাচ্ছে। প্রথম ম্যাচে এক পারভেজ হোসেন ইমন ছাড়া আর কেউই প্রতিরোধ গড়তে পারেননি। তাই পাকিস্তান সিরিজের আগে বাংলাদেশের ব্যাটারদের সামনে আরও একটি সুযোগ নিজেদের প্রস্তুত করার।
শারজা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ সময় রাত নয়টায় দুই দলের ক্রিকেট লড়াই শুরু হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস