সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

এক সময় ৮৪ রানে ৮ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ শেষ পর্যন্ত করতে পারে ৯ উইকেটে ১৬২ রান। এই রান নিয়ে খুব একটা লড়াই করতে পারল না তারা। আলিশান শারাফু ও আসিফ খানের ব‍্যাটে অনায়াসেই রান তাড়া করে ইতিহাস গড়ল সংযুক্ত আরব আমিরাত।

সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৭ উইকেটে জিতেছে স্বাগতিকরা। বাংলাদেশের ১৬২ রান তারা পেরিয়ে গেছে ৫ বল বাকি থাকতে।

তিন ম‍্যাচের সিরিজ ২-১ ব‍্যবধানে জিতে নিয়েছে আরব আমিরাত।

৫১ বলে অবিচ্ছন্ন ৮৭ রানের জুটিতে দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন শারাফু ও আসিফ। ৪৭ বলে তিন ছক্কা ও পাঁচ চারে ৬৮ রান করেন শারাফু। পাঁচ ছক্কায় ৪১ রান করেন আসিফ।

এর আগে বাংলাদেশের মূল ক্ষতিটা করেন হায়দার আলি। ৪ ওভারে ৭ রান দিয়ে ৩ উইকেট নেন বাঁহাতি স্পিনার। সেই ধাক্কা সামাল দিলেও খুব বেশি রান করতে পারেনি বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৬২/৯ (তানজিদ ৪০, পারভেজ ০, লিটন ১৪, হৃদয় ০, মেহেদি ২, জাকের ৪১, শামীম ৯, রিশাদ ০, তানজিম ৬, হাসান ২৬*, শরিফুল ১৬*; রাজা ৪-০-২৭-১, পারাশার ৩-০-২৪-১, মাতিউল্লাহ ৪-০-৪১-২, হায়দার ৪-১-৭-৩, সাঘির ৪-০-৩৬-২, ওয়াসিম ০.৫-০-২৩-০, শারাফু ০.১-০-৩-০)

সংযুক্ত আরব আমিরাত: ১৯.১ ওভারে ১৬৬/৩ (ওয়াসিম ৯, জোহাইব ২৯, শারাফু ৬৮*, রাহুল ১৩, আসিফ ৪১*; মেহেদি ৪-০-৩৬-০, শরিফুল ৪-০-২৪-১, হাসান ৩.১-০-৩৩-০, তানজিম ৪-০-৪০-১, রিশাদ ৪-০-৩২-১)

শেয়ার করুন