সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রুখতে কড়া ব্যবস্থা নিল ট্যুইটার৷ ‘সাফাই অভিযান’ চালিয়ে ভুয়া অ্যাকাউন্টগুলি সাসপেন্ড করে দিল এই মাইক্রো ব্লগিং সাইট৷
ট্যুইটারের এক সূত্রকে উদ্ধৃত করে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, চলতি বছর মে ও জুন মাসে ৭০ মিলিয়নের বেশি অ্যাকাউন্ট বাতিল করে দেওয়া হয়েছে৷ এই সব অ্যাকাউন্ট ভুয়া৷ খবরে প্রকাশ, অক্টোবরের পর থেকে ভুয়া অ্যাকাউন্টগুলির বিরুদ্ধে জোরদার ব্যবস্থা নিতে শুরু করেছে টুইটার৷ এই দুই মাসে এমন দিনও গিয়েছে যেখানে প্রতিদিন এক কোটি করে ভুয়া অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হয়েছে৷ সরকারি ভাবে টুইটার এই নিয়ে কোনও বিবৃতি দেয়নি৷