সাঁথিয়ায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

মত ও পথ ডেস্ক

সংগৃহীত ছবি

পাবনার সাঁথিয়ায় ঢাকা-পাবনা মহাসড়কে বাস-ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। নিহত তিনজন বাসের ভেতরে সামনের দিকে বসা যাত্রী ছিলেন।

শুক্রবার (৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে আতাইকুলা থানার বনগ্রাম বাজারের পূর্বপাশে বহলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুরা কালীদরপাড়া গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে মনসুর আলী (৪০) সুজানগর উপজেলার শান্তিপুর গ্রামের মৃত হাশেম মোল্লার ছেলে আবেদ আলী (৩৮)। আরেকজনের পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ‘পাবনা এক্সপ্রেস’ নামের বাসটি নারায়ণগঞ্জ থেকে পাবনা ফিরছিল। চালক ঘুম ঘুম ভাব নিয়ে বাস চালাচ্ছিলেন। পথে আতাইকুলার বনগ্রাম বাজারের পূর্বপাশে বহলপুর পৌঁছালে অপরদিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন দুজন। পরে আরেকজন নিহত হন।

এদিকে আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

মাধপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। বাসচালক ঘুম ঘুম ভাব নিয়ে চালাচ্ছিলেন। মূলত এ কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ট্রাক তার সঠিক পথেই ছিল। বাসের ভেতরে সামনের দিকের যাত্রী যারা ছিলেন তাদের তিনজনই নিহত হয়েছেন। দুটি গাড়ির কোনোটির চালক বা অন্যান্যদের খুঁজে পাওয়া যায়নি।

শেয়ার করুন