৪৫৬ রান দূরে থেকে অলআউট হলো জিম্বাবুয়ে

মত ও পথ ডেস্ক

দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ। সংগৃহীত ছবি

৩৬৭ রানে অপরাজিত থেকে ইনিংস ঘোষণা করে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক উইয়ান মুলডার। ব্রায়ান লারার রেকর্ড ভাঙার সুযোগ পেয়েও ভাঙেননি। শুধুমাত্র দলীয় সাফল্যের তাড়নায়।

কিন্তু জিম্বাবুয়ের কাছ থেকে যে প্রতিরোধের প্রত্যাশা করেছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেমনটা মোটেও হয়নি। বরং, প্রোটিয়া বোলারদের তোপের মুখে মাত্র ১৭০ রানে অলআউট হয়ে গেছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসেই ৪৫৬ রানের লিড পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকান ডানহাতি অফব্রেক বোলার প্রেনেলান সাবরায়েন অভিষেকেই বাজিমাত করলেন। ৩২ বছর বয়সী এই স্পিনার নিলেন ৪ উইকেট। ২টি করে উইকেট নেন কোডি ইউসুফ, উইয়ান মুলডার। ১টি করে উইকেট নেন করবিন বোস ও সেনুরান মুথুসামি।

জিম্বাবুয়ের ব্যাটার শন উইলিয়ামসই কেবল প্রতিরোধ গড়েছিলেন। ৫৫ বলে তিনি খেলেন ৮৩ রানের ইনিংস। এছাড়া ২৫ রান করেন ওয়েসলি মাধভিরে। ১৭ রান করেন ক্রেইগ আরভিন। ১২ রান করেন তাফাদজাওয়া সিগা।

৪৩০ রানে এগিয়ে থেকে জিম্বাবুয়েকে ফলোঅন করায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে জিম্বাবুয়ের রান ১ উইকেট হারিয়ে ৫১। ৩৪ রানে ব্যাট করছেন টি. কাইতানো। ৬ রান করেন নিক ওয়েলেক। এখনও ৪০৫ রান পিছিয়ে জিম্বাবুয়ে।

শেয়ার করুন