‘মব জাস্টিস’ একটি অবজ্ঞাসূচক শব্দ। মব (Mob) অর্থ উত্তাল জনতা বা উচ্ছৃঙ্খল জনতা। জাস্টিস (Justice) অর্থ বিচার বা ন্যায়বিচার। ‘মব জাস্টিস’ অর্থ উত্তাল জনতা বা উচ্ছৃঙ্খল জনতার বিচার। একে উচ্ছৃঙ্খল গণবিচার, মব রুল বা মবোক্রেসি বা ওখলোক্রেসি বলেও প্রকাশ করা হয়। ‘মব জাস্টিস’ (Mob Justice) বলতে আইন জনতার নিজের হাতে তুলে নেওয়াকে বোঝানো হয়। সাধারণত কোনো অপরাধ বা অপরাধীকে আইনানুগ প্রক্রিয়ায় বিচার না করে, উত্তেজিত জনতা নিজেরাই অভিযুক্ত ব্যক্তিকে শাস্তি দেওয়ার চেষ্টা করে। এ ধরনের ঘটনা সাধারণত আইন-শৃঙ্খলা ব্যবস্থার প্রতি অনাস্থা, বা অপরাধের প্রতি দ্রুত প্রতিক্রিয়া জানানো থেকে ঘটে।
মব জাস্টিসের (Mob Justice) পরিণতি সাধারণত অনেক গুরুতর ও ধ্বংসাত্মক হয়, যা ব্যক্তি, সমাজ এবং আইনি ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। কখনো কখনো নিরীহ ব্যক্তির মৃত্যুও ঘটে। সামাজিক অস্থিরতা বৃদ্ধি পায়। বিচারব্যবস্থা ভেঙে পড়ে। মানবাধিকার লঙ্ঘন হয়। অপরাধের সংস্কৃতি বৃদ্ধি পায়। এসব পরিণতির কারণে মব জাস্টিসকে দমন করতে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে সরকার ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর দ্রুত পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি।
সরকারের কোনো ডাকদোহাই, হুঁশিয়ারিই যেন শুনছে না মবকারীরা। সেনাবাহিনী যে মাঠে আছে, তা-ও যেন গায়ে মাখার বিষয় নয়! এমনকি মব সম্বোধন করলে কেউ আবার অপমানিত হয়, মাইন্ড করে। তারপর ‘জনরোষ’ ঘোষণায় আরও বেশি উদ্যমে হামলে পড়ছে। সেনাবাহিনীর কয়েকটি অ্যাকশনের মাঝে কিছুদিন দম নিলেও মবেরা আসলে দমেনি। সম্প্রতি নতুন তেজে নামছে। আজ এখানে, কাল ওখানে। নিত্যনতুন স্টাইলে।
বাংলাদেশে বর্তমানে পরিস্থিতি এমন জায়গায় এসে ঠেকেছে যে, অফিস, আদালত, থানাসহ সমাজ ও দেশের বিভিন্ন স্তরে মবকাণ্ড ভয় ও আতঙ্ক তৈরি করেছে। এই দুষ্টুচক্র একদিকে বিচারহীনতার প্রতীক, অন্যদিকে রাজনৈতিক প্রতিহিংসার নতুন কদাকার রূপ। প্রকাশ বিভিন্নতায় তারা সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় বা অর্থনৈতিক নানা উত্তেজনার সুযোগ নেয়। গত ১০ মাসে দেশে মব সন্ত্রাসের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। ৩ জুলাই বৃহস্পতিবার কুমিল্লার মুরাদনগরে এক মা, ছেলে ও মেয়েকে চুরির অভিযোগে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়। ঢাকায় আল আমিন, গাজীপুরে হৃদয় নামের এক যুবক, লালমনিরহাটে এক সেলুনকর্মী এবং সিরাজগঞ্জে এক মানসিক প্রতিবন্ধীসহ গত এক সপ্তাহে অন্তত ছয়জন মানুষ মব সন্ত্রাসের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন।
মানুষকে শুধু পিটিয়ে মারলেই সেটা মব সন্ত্রাস না—এর সঙ্গে ঘরবাড়ি দখল, প্রতিষ্ঠানে হামলা এগুলোও মব সন্ত্রাস। এ ১০ মাসে মব জাস্টিসের নামে ব্যক্তির ওপর হামলা, অফিস ও ঘরবাড়ি লুটপাট, ঐতিহ্যবাহী স্থাপনা, মাজার, আখড়া ভাঙা, এমনকি নারীদের ফুটবল ম্যাচ পর্যন্ত বন্ধ করার ঘটনা ঘটেছে। মানুষের কাছে এসবের পরিসংখ্যান অসহ্য ও বড় বেদনার। অন্তর্বর্তী সরকার কি আসলেই মব ঠেকাতে চায়, নাকি তারাও মবে ভয় পায় বা সাইড কেটে থাকে? এসব প্রশ্নও আর শুনতে চায় না মানুষ। বিবেকসম্পন্ন যেকোনো মানুষই এর অবসান চায়।
সবশেষ কথা হচ্ছে, অবিলম্বে এসব হামলা-আক্রমণের ঘটনায় অভিযুক্তদের দলীয় পরিচয় বিবেচনায় না নিয়ে তাদের গ্রেপ্তার, কঠোর ব্যবস্থা ও আইনানুগ বিচার দাবি করছি। একইসঙ্গে মব সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক প্রতিরোধ জোরদার করার আহ্বান জানাচ্ছি।
লেখক : কবি, জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট