লর্ডস টেস্টে ভারতের দরকার ১৩৫ রান, ইংল্যান্ডের ৬ উইকেট

মত ও পথ ডেস্ক

লর্ডস টেস্টে ভারত-ইংল্যান্ড। সংগৃহীত ছবি

লর্ডস টেস্টের লড়াই দারুণ জমে উঠেছে। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যেতে শেষদিনে ভারতের দরকার ১৩৪ রানের, আর ইংল্যান্ডকে নিতে হবে ৬ উইকেট।

গতকাল রোববার চতুর্থ দিনে যে নাটকীয়তা দেখা গেছে, তাতে এই ম্যাচের ফলাফল নিয়ে নিশ্চিত করে কোনো কিছুই বলা যায় না। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে মাত্র ১৯২ রানে অলআউট করে চমক দেখিয়েছে ভারত। এতে জয়ের জন্য মাত্র ১৯৩ রানের লক্ষ্য পেয়েছে শুবমান গিলের দল।

ভক্তদের সবাই ভেবেছিলেন, ভারত যে ফর্মে আছে, তাতে এই লক্ষ্য তাড়া করে জয় নিশ্চিত করা কঠিন কিছুই না। কিন্তু ইংল্যান্ডের বোলাররা দর্শকদের দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিয়েছেন। মাত্র ৫৮ রানেই ভারতের ৪ উইকেট তুলে নিয়েছেন ব্রাইডন কার্স, জোফরা আরচার ও বেন স্টোকসরা। এতেই ম্যাচ জমে ক্ষীর হয়ে গেছে।

দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ২ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। এরপর ওয়াশিংটন সুন্দরের ঘূর্ণি আর জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও নিতীশ কুমার রেড্ডিদের তোপে মাত্র ১৯২ রানে (৬২.১ ওভার) গুটিয়ে যায় ইংলিশরা।

স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৯৬ বলে ৪০ রান করেন জো রুট। এছাড়া অধিনায়ক বেন স্টোকস ৩৩, হ্যারি ব্রুক ২৩, জ্যাক ক্রাউলি ২২ আর অতিরিক্ত রান আসে ৩২।

১৯৩ রানের লক্ষ্য তাড়ায় দ্বিতীয় ইনিংসে দলীয় ৫ রানে ওপেনার যসশ্বী জয়সওয়ালের উইকেট হারায় ভারত। ৭ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। করুন নাইর ৩৩ বলে ১৪, অধিনায়ক শুবমান গিল ৯ বলে ৬ ও নাইট ওয়াচম্যান হিসেবে আকাশ দ্বীপ ১১ বলে ১ রান করে সাজঘরে ফেরেন।

আকাশ দ্বীপের উইকেট পড়ার পর চতুর্থ দিনের খেলা শেষ হয়। দ্বিতীয় ইনিংসে ১৭.৪ ওভার ব্যাট করে ভারতীয়রা।

শেয়ার করুন