রাজধানী ঢাকাসহ সারাদেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৭৯৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে ১ হাজার ৮১ জন এবং অন্যান্য অপরাধের অভিযোগে ৭১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) পুলিশ সদরদফতরে এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
তিনি জানান, বুধবার (১৬ জুলাই) ২৪ ঘণ্টায় গ্রেফতার ব্যক্তিদের মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে ১ হাজার ৮১ জন এবং অন্যান্য অভিযোগে ৭১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানের সময় দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এরমধ্যে একনলা বন্দুক চারটি, দোনলা বন্দুক একটি, বিদেশি পিস্তল দুটি, এলজি একটি, দেশীয় ওয়ান শুটারগান তিনটি, ওয়ান শুটারগান (পুনরুদ্ধার) একটি, রিভলবার একটি, ২১ রাউন্ড রিভলবারের গুলি, ২৭ রাউন্ড পিস্তলের গুলি, দুটি ম্যাগাজিন, ১৬ রাউন্ড কার্তুজ, ২০টি কার্তুজের খোসা এবং একটি বার্মিজ ছুরি উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।