চলতি বছরের অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলার পরিকল্পনা করছে আফগানিস্তান। যদিও সফরের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। মূলত এটি গেল বছরের পিছিয়ে যাওয়া সিরিজের অংশ হিসেবে মাঠে গড়াবে।
ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, এই সিরিজটি সেপ্টেম্বর মাসে হতে যাওয়া এশিয়া কাপের পর এবং অক্টোবরে নির্ধারিত বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে অনুষ্ঠিত হতে পারে। ২০২৪ সালের জুলাইয়ে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। পরবর্তীতে সূচি পরিবর্তন করে কেবল ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ-আফগানিস্তান।
নভেম্বরে অনুষ্ঠিত সেই সিরিজে আফগানিস্তান ২-১ ব্যবধানে জয় পায়। ইএসপিএন ক্রিকইনফো তথ্যমতে, আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী বছর দুটি টেস্ট ম্যাচ আয়োজন নিয়েও আলোচনা করছে। শেষ পর্যন্ত যদি টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হয়, তবে এটি ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সিরিজ হবে।
এই সিরিজটি এশিয়া কাপ ও জিম্বাবুয়ে সিরিজের মাঝে আফগানিস্তানের ফাঁকা সময়ও কাজে লাগাতে উপযুক্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। অক্টোবরের শেষ দিকে জিম্বাবুয়ের সঙ্গে তারা পূর্ণাঙ্গ সিরিজ খেলবে। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আফগানদের তিনটি করে টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিপক্ষে।
এর আগে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ ও আফগানিস্তান শেষবার ২০২৪ বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল। যেখানে বৃষ্টি আইনে হওয়া ম্যাচে ৮ রানে হেরে যায় বাংলাদেশ। সেই জয়ে আফগানরা প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেও উঠে যায়।