ঢাকা সিটিতে নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে

ডেস্ক রিপোর্ট

নির্বাচন কমিশন
ফাইল ছবি

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ ঢাকা উত্তর সিটি করপোরেশনে উপ-নির্বাচন এবং দক্ষিণের ওয়ার্ড নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে বলে জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সচিব এই কথা বলেন।

ইসি সচিব বলেন, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে। কোথাও কোনো ধরনের সহিংসতা হয়নি। কোনো কেন্দ্র স্থগিতও হয়নি।

কত শতাংশ ভোট পড়েছে, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা দুই সিটির সবগুলো কেন্দ্র মিলে অনুমান করছি ৫০ শতাংশ ভোট পরতে পারে। তবে এটা এখনো হিসেব করিনি। শুধু অনুমান করছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হেলালুদ্দীন আহমদ বলেন, জাতীয় পরিচয়পত্র হালনাগাদের কাজ আমরা আনুষ্ঠানিকভাবে আগামীকাল (১ মার্চ) শুরু করব। কাল আমরা নতুন ৬ জন ভোটারকে জাতীয় পরিচয়পত্র দিয়ে এই কার্যক্রম শুরু করব। তবে মার্চ মাস জুড়ে উপজেলা নির্বাচনের জন্য এপ্রিল মাস থেকে বিভিন্ন এলাকায় এই হালনাগাদের কাজ শুরু হবে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে