ওয়ানডে বিশ্বকাপ-২০১৯ : বাংলাদেশের দল ঘোষণা ১৫ এপ্রিল

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশ ক্রিকেট দল। ফাইল ছবি

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০১৯ মাঠে গড়াতে আর তিন মাসও বাকি নেই। আগামী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে গড়াবে এ আসর। আসর শুরুর দেড় মাস আগেই চূড়ান্ত দল দিতে হবে অংশগ্রহণকারী দেশগুলোকে। এরই মধ্যে দল ঘোষণার সময় বেঁধে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

নিয়মের ব্যতিক্রম নয় বাংলাদেশ। আগামী ১৫ এপ্রিলের মধ্যে বিশ্বকাপের দল ঘোষণার সময় বেঁধে দিয়েছে আইসিসি। শেষ দিন চূড়ান্ত দল দেবে টাইগাররা।

এ বিষয়ে বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানালেন, বিশ্বকাপের আগে আমাদের সব কর্মসূচি ঠিক করা আছে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার বেঁধে দেয়া সময় অনুযায়ী ১৫ এপ্রিল আমরা চূড়ান্ত দল দিয়ে দেব।

ইতিমধ্যে বিশ্বকাপের প্রাথমিক দল ঠিক করা হয়েছে। মূলত খেলোয়াড়দের মানসিকভাবে প্রস্তুত থাকার জন্যই এ দল করা হয়েছে।

তিনি বলেন, নির্বাচকরা বসে প্রাথমিক দলের তালিকা তৈরি করেছি। নিউজিল্যান্ডে সফররত দলের প্রায় সবাই আছেন এ দলে। বিকল্পও রাখা হয়েছে। ইনজুরি আক্রান্ত তাসকিন আহমেদ ও বিপিএল-ডিপিএল মাত করা ব্যাটসম্যান ইয়াসির আলীর প্রাথমিক দলে থাকার ইঙ্গিত দিয়েছেন মিনহাজুল আবেদীন।

বাংলাদেশ এখন নিউজিল্যান্ড সফরে ব্যস্ত। সেখান থেকে ফিরে খুব একটা সময় পাবে না টাইগাররা। এসেই গোছগাছ করে নিতে হবে।

বিশ্বকাপ শুরুর বেশ আগেই ইউরোপে পাড়ি জমাবে মাশরাফি বাহিনী। ১ মে আয়ারল্যান্ডে খেলবে ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিক দলের সঙ্গে আরেক প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।

টুর্নামেন্টটিকে বিশ্বকাপ প্রস্তুতির মহড়া হিসেবে নেবেন লাল-সবুজ জার্সিধারীরা। বিশ্বমঞ্চের সেরা একাদশ বেছে নিতেও কাজে দেবে এ তিন জাতি সিরিজ।

ত্রিদেশীয় সিরিজ শেষেই বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু। ২ জুন ক্রিকেট পরাশক্তি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে অভিযান।

এর আগে ইনজুরি হানা দিয়েছে টাইগার শিবিরে। চোটে আছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ। তামিম ইকবালেরও আছে হালকা চোট। বলা বাহুল্য, ব্যাকআপ রেখেই বিশ্বকাপের দল নির্বাচন করতে হবে।

বিশ্বকাপের জন্য বাংলাদেশের ত্রিশ সদস্যের সম্ভাব্য প্রাথমিক স্কোয়াড :

১. তামিম ইকবাল, ২. লিটন দাস, ৩. ইমরুল কায়েস, ৪. সৌম্য সরকার, ৫. মুশফিকুর রহীম, ৬. সাকিব আল হাসান, ৭. মাহমুদউল্লাহ রিয়াদ, ৮. মোহাম্মদ মিঠুন, ৯. সাব্বির রহমান, ১০. নুরুল হাসান সোহান, ১১. মেহেদি হাসান মিরাজ, ১২. মোহাম্মদ সাঈফউদ্দীন, ১৩. ফরহাদ রেজা, ১৪. আফিফ হোসেন ধ্রুব, ১৫. ইয়াসির আলি রাব্বি, ১৬. মাশরাফি বিন মর্তুজা, ১৭. মোস্তাফিজুর রহমান, ১৮. রুবেল হোসেন, ১৯. তাসকিন আহমেদ, ২০. আবু হায়দার রনি, ২১. শফিউল ইসলাম, ২২. সানজামুল ইসলাম, ২৩. নাজমুল ইসলাম অপু, ২৪. নাঈম হাসান, ২৫. তাইজুল ইসলাম, ২৬. মোসাদ্দেক হোসেন সৈকত, ২৭. আরিফুল হক, ২৮. মুমিনুল হক, ২৯. আবু জায়েদ রাহী, ৩০. নাজমুল হোসেন শান্ত/সাদমান ইসলাম অনিক।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে