ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচন ২০১৯ উপলক্ষে সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের মাননীয় সাংসদ যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
বর্ধিত সভায় প্রধান অতিথি আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচন সম্পর্কে বলেন, ব্রাহ্মণবাড়িয়া সদরে চেয়ারম্যান পদে তৃণমূলের মতামতে তিনজন চেয়ারম্যান প্রার্থীর নাম আমরা কেন্দ্রে পাঠিয়েছিলাম। দলের প্রধান যাকে যোগ্য মনে করেছেন তাকেই মনোনয়ন দিয়েছেন। এতে জেলা আওয়ামী লীগের কোন হাত নেই।
তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা যার হাতে নৌকা প্রতীক তুলে দিয়েছেন তাঁর বিজয় নিশ্চিত করার জন্য সকলকে এক সাথে কাজ করতে হবে। মনে রাখতে হবে নৌকা প্রতীকের মালিক হচ্ছেন দেশরত্ন শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বাহিরে গিয়ে অর্থাৎ এখন যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে রাজনীতি করতে চান, তারা ভবিষ্যতে নৌকা প্রতীক পাবেন না।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাবিবুল্লা বাহারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সহ-সভাপতি ও পৌর মেয়র নায়ার কবির, সহ-সভাপতি হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, গোলাম মহিউদ্দিন খান খোকন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা।