আগামী ১৮ মার্চ ২০১৯ অনুষ্ঠিতব্য পঞ্চম উপজেলা নির্বাচনের দ্বিতীয় পর্যায় উপলক্ষে পাবনা জেলার বিভিন্ন এলাকায় টহল, গোয়েন্দা নজরদারি ও চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১২, সিপিসি ২, পাবনা ক্যাম্পের সদস্যরা।
র্যাব ১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. খলিলুর রহমান এর নেতৃত্বে এই টহল, নজরদারি ও তল্লাশি পরিচালিত হচ্ছে এবং এটি নির্দিষ্ট সময় পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে র্যাব ১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. খলিলুর রহমান বলেন, আমার আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছি। সরকারি নির্দেশনা অনুযায়ী নির্বাচনের পরেও আমাদের এই টহল ও নজরদারি অব্যাহত থাকবে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও বাধাহীন করতে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমাদের সাথে পুলিশ ও আনসার বাহিনীও স্ব স্ব অবস্থানে থেকে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে।