ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে সন্ত্রাসী হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রায় অর্ধশত মানুষ। এ হামলার পর স্তব্ধ পুরো বিশ্ব। উঠেছে নিন্দার ঝড়।
এ ব্যাপারে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আরডার্ন আজ সোমবার বলেছেন, তার মন্ত্রিপরিষদ ‘নীতিগতভাবে’ অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠিন করার ব্যাপারে প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ নিতে সম্মত হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে তারা এ আইনের আমূল সংস্কার করবে।
আরডার্ন বলেন, যাতে সহজেই যে কেউ অস্ত্র হাতে না পায় সে জন্য নিউজিল্যান্ডের অস্ত্র আইনে পরিবর্তন আনতে ‘আমরা মন্ত্রিপরিষদে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছি।’
এ সময় তিনি ক্রাইস্টচার্চের মসজিদে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা তদন্তের ঘোষণা দেন।
সূত্র: এএফপি