ক্রাইস্টচার্চে মসজিদে হামলা : আজ ওআইসির জরুরি বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

ছবি : ইন্টারনেট

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলা চালিয়ে অন্তত ৫০ মুসলিম হত্যাকাণ্ডের ঘটনায় ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসির জরুরি বৈঠক আজ শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে।

বৈঠক থেকে মুসল্লিদের ওপর উগ্র খ্রিস্টান সন্ত্রাসীর ভয়াবহ গুলিবর্ষণ ও নির্বিচার হত্যাকাণ্ডের নিন্দা জানানো হবে। গত শুক্রবারের ওই হামলায় অন্তত ৬০ জন মুসল্লি আহত হয়েছেন। যাদের অনেকের অবস্থা গুরুতর।

universel cardiac hospital

ওই হামলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ ও চাভুসোগ্লু ফোনে আলোচনা করেন। এর পর সংস্থার পররাষ্ট্রমন্ত্রীদের এ জরুরি বৈঠক আহ্বান করা হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বৈঠকে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগ্লু সভাপতিত্ব করবেন। বৈঠকে যোগ দেয়ার জন্য জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা বিষয়ক সংস্থার প্রতিনিধিদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

উল্লেখ্য, নিউজিল্যান্ড হত্যাকাণ্ডে যেসব দেশের নাগরিক নিহত হয়েছেন তার মধ্যে রয়েছে সিরিয়া, জর্দান, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ব্রিটেন, সৌদি আরব ও মিসর।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে