ভারত টানা তৃতীয়বারের মতো টেস্ট চ্যাম্পিয়ন

ক্রীড়া ডেস্ক

বিরাট কোহলি
বিরাট কোহলি। ছবি : সংগৃহিত

আইপিএলে ধুঁকছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু দেশের নেতৃত্বে ঠিকই বিশ্বজয়ী কোহলি। ভারত তার নেতৃত্বে টানা তৃতীয়বারের মতো আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতল।

১ এপ্রিল টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দলটিকে চ্যাম্পিয়ন ঘোষণা করে আইসিসি।

আগেই বোঝা যাচ্ছিল এ বছরও টেস্ট চ্যাম্পিয়রের খেতাব পেতে যাচ্ছে ভারত। জানুয়ারিতে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো সিরিজ জিতে র‌্যাঙ্কিংয়ে নিজেদের শীর্ষস্থান মজবুত করে কোহলির দল। কোহলির নেতৃত্ব দেশ ও দেশের বাইরে দারুণ আক্রমণাত্মক ভারত গত এক বছরে খেলা চারটি সিরিজের মধ্যে জিতেছে ৩টিতেই।

১১৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখা ভারত পাবে ১ মিলিয়ন ডলারের প্রাইজ মানি। বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ৮ কোটি টাকা।

এদিকে তৃতীয়বারের মতো এ খেতাব জিতে কোহলি বলেন, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব ধরে রাখতে পেরে আমরা গর্বিত। সব ফরম্যাটেই আমাদের দল ভাল খেলছে। কিন্তু টেস্টে এক নম্বর হওয়ার আনন্দই আলাদা।

এদিকে বাংলাদেশকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে উঠ আসা নিউজিল্যান্ড পাচ্ছে পাঁচ লাখ ডলার। তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার পাবে দুই লাখ ডলার।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে